মুম্বই: প্রেমের গান নিয়ে ফিরলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সঙ্গী গায়িকা প্রকৃতি কক্কর (Prakriti Kakar)। এই আপটেম্পো এবং আকর্ষণীয় রোম্য়ান্টিক ড্যুয়েট গানের নাম 'সৌদেবাজিয়াঁ' (Saudebaaziyan)। মুক্তি পেয়েছে সোনি মিউজিকের ব্যানারে, সহযোগিতায় রোপোজা। 'রোপোজো জ্যামরুম' (Roposo JamRoom) নামক গানের সিরিজের অংশ এই গানটি। সঙ্গীতশিল্পী প্রীতমের (Pritam) তত্ত্বাবধানে তালিমপ্রাপ্ত কম্পোজার ও গীতিকারদের মেলবন্ধনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
বাবুল সুপ্রিয়র 'সৌদেবাজিয়াঁ'
এই গানটি তৈরি করেছেন ববি-ইমরান। গানের হিন্দি ও পঞ্জাবী কথা লিখেছেন গীত সাগর 'আওয়াজ' ও মান্ডি গিল। 'সৌদেবাজিয়াঁ' গানের প্রাথমিক প্রতিক্রিয়া খুবই উৎসাহব্যঞ্জক এবং অনুপ্রেরণাদায়ক। এই সিরিজে মোট ১০টি গান রয়েছে। এই সিরিজে মোহিত চৌহান, শান, সোনু নিগম, বাবুল সুপ্রিয়র মতো তারকা গায়কদের পারফর্ম করতে দেখা যাবে। এছাড়া দেখা যাবে অন্তরা মিত্র, জোনিতা গাঁধী, শিল্পা রাও, অমিত মিশ্র, মেম খান, আকৃতি কক্কর, নিকিতা গাঁধী, অ্যাশ কিং, প্রকৃতি কক্কর, আজিজ কৌর, শাল্মলি খোলগড়ে, শাশ্বত সিংহ, মহম্মদ ইরফান, জাজ়িম শর্মা, অক্ষয় ধবন প্রমুখকে। এই অনুষ্ঠানের পিছনে মূল মাথা প্রীতমের। তিনি নিশ্চিত করেছেন যে এই সিরিজটিতে সঙ্গীত জগতের সেরা কয়েকজন, প্রশংসিত গায়কের সঙ্গে তরুণ গায়কদের সুমধুর উপস্থাপনা করা হবে।
এই গানের প্রসঙ্গে গায়ক বাবুল সুপ্রিয় বলেন, 'এই তরুণ টিমের একটি অংশ হওয়া এবং এই অত্যন্ত প্রতিভাবান শিল্পীদের সঙ্গে কাজ করা খুবই সন্তোষজনক অভিজ্ঞতা। এই গানটি আমার জন্য খানিক ভিন্ন ধরনের তবে গানটা গাইতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি।' এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য প্রীতমকে ধন্যবাদ জানান বাবুল। এই গানে খুব সুন্দর হিন্দি ও পাঞ্জাবীর মিশ্রণ পাওয়া যাবে। তিনি আরও বলেন, 'যদিও আমি প্রায় এক ডজন ভাষায় গান গেয়েছি, তবে আমি খুব কম পাঞ্জাবি গান গেয়েছি এবং তাই যখন আমি এই গানের কথা শুনলাম এবং গাইলাম তখন সত্যিই খুব আনন্দ পেয়েছি।'