কলকাতা: সম্প্রতি শহরে এসেছিলেন গায়ক মিলিন্দ গাবা (Milind Gaba)। বলিউডের জনপ্রিয় গায়ক মিলিন্দ একইসঙ্গে গীতিকার, সঙ্গীত প্রযোজক এবং পঞ্জাবের অভিনেতা। 'নজর লগ জায়েগি' (Nazar Lag Jayegi), 'শি ডোন্ট নো' (She Don't Know), 'ইয়ার মোদ দো' (Yaar Mod Do) তাঁর জনপ্রিয় গানগুলির অন্যতম। 


ভারত সফরে মিলিন্দ গাবা


সম্প্রতি ভারত সফরে বেরিয়েছেন মিলিন্দ গাবা। ২ মাসে দেশের ৮ শহরে মিউজিক ট্যুর করবেন তিনি। লাইভ গানের সফরে স্বাগত তাঁর ভক্তরা। আধুনিক প্রজন্মের গায়ক মিলিন্দ গাবার এই সুরেলা সফর চলবে মুম্বই, কলকাতা, গোয়া, বেঙ্গালুরু ও হায়দরাবাদে। 


তাঁর সফর সম্পর্কে মিলিন্দ বলেন, 'এমন ট্যুর আমার এই প্রথম। বিভিন্ন শহরে দর্শকদের জন্য লাইভ পারফর্ম করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।'




কে কে-র মৃত্যু প্রসঙ্গে মিলিন্দ গাবা


এই ট্যুরের প্রচারে ৩ জুন কলকাতায় আসেন মিলিন্দ। যে সময়ে গোটা শহর উত্তাল প্রয়াত সঙ্গীতশিল্পী কে কে-কে নিয়ে। তাঁর মৃত্যুতে প্রশ্নের মুখে কলকাতা। এমন আবহে মিলিন্দ গাবাকে জিজ্ঞেস করা হয় যে তিনি কলকাতায় শো করার ডাক পেলে আসবেন কিনা? উত্তরে গায়ক বলেন, 'নিশ্চয়ই। আমি পারফর্মার। দর্শকদের মনোরঞ্জন করা আমার কাজ। ফলে যদি আমাকে শো করতে ডাকা হয়, আমি নিশ্চয়ই আসব।'


আরও পড়ুন: 'Jawan' Teaser Out: মুখে ব্যান্ডেজ, হাতে বন্দুক, অদেখা লুকে 'জওয়ান' শাহরুখ, প্রকাশ্যে টিজার


কিংবদন্তি সঙ্গীতশিল্পী কে কে-র প্রয়াণে শোকাহত গোটা দেশ। কী প্রতিক্রিয়া মিলিন্দের? গায়কের কথায়, 'ওঁর গান শুনে বড় হয়েছি। কে কে-ই আমার গানের জগতে আসার মূল অনুপ্রেরণা। ওঁর কণ্ঠ, স্বর নকল করার চেষ্টা করতাম। কে কে-র মৃত্যু শিল্পের দুনিয়ায় অপূরণীয় ক্ষতি।'


হিন্দি এবং পাঞ্জাবি ভাষায় একক গানের পাশাপাশি অন্য গায়ক যেমন গুরু রনধাওয়ার সঙ্গেও গান গেয়েছেন মিলিন্দ। শ্রোতাদের ভালবাসায় আপ্লুত তিনি।