কলকাতা: ইংরাজিতে একটা বহুল প্রচলিত কথা রয়েছে। 'দ্য শো মাস্ট গো অন' (The Show Must Go On)। এই কথাকে যেন জীবনের বিভিন্ন সময়, বিভিন্ন মুহূর্তে মন্ত্র হিসেবে আত্মস্থ করতে হয়েছে বহু মানুষকে। শিল্পীদের তো বটেই। বাবার শেষকৃত্য থেকে এসে অভিনয় করেছেন, প্রিয়জনের বিচ্ছেদের পরেও নিয়মমাফিক শেষ করেছেন নিজের দায়িত্বের কাজ.. এই উদাহরণ কিছু কম নেই। আর সদ্য, সঙ্গীতশিল্পী শান (Shaan)-এর পোস্ট করা একটি ভিডিও যেন ফের মনে করিয়ে দিল অমোঘ সেই লাইন। 'দ্য শো মাস্ট গো অন' ... 'দ্য শো মাস্ট গো অন' ...


৯ জানুয়ারি প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পী রাশিদ খান (Rashid Khan)। দীর্ঘদিন থেকে তিনি ভুগছিলেন ক্যানসারে। কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আর উত্তরপ্রদেশের বদায়ুনে, ধর্মীয় রীতি মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রিয় শিল্পী যেদিন মিলিয়ে গেলেন অনন্তে, সেইদিন তাঁর অনুজ সঙ্গীতশিল্পী শান ফিরে দেখলেন, প্রিয় শিল্পীর মৃত্যুর খবর পাওয়ার মুহূর্ত। 


কলকাতায় যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাশিদ খান, সেইসময়ে শান ছিলেন বেঙ্গালুরুতে। অগ্রজকে শেষ দেখাটুকুও হয়নি শানের। দুপুরে প্রয়াত হন সঙ্গীতশিল্পী আর বিকেলেই বেঙ্গালুরুতে স্টেজ-শো ছিল শানের। মন যতই ভারি হোক.. নিয়মমতো পারফর্ম তো করতেই হবে। সেদিনের অনুষ্ঠানে, রাশিদ খানের স্মরণে শানের গলায় শোনা যায়.. 'আওগে জব তুম ও সাজনা' (Aaoge Jab Tum O Saajna)। 'জব উই মেট' ছবির যে গান এখনও ফেরে মুখে মুখে, প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করে এদিন মঞ্চে এই গানটি গেয়ে শোনান শান। 


সোশ্যাল মিডিয়ায় সেই ক্লিপিং শেয়ার করে শান লিখেছেন, 'বহুবার একরাশ মনখারাপ নিয়ে শিল্পীকে পারফর্ম করতে হয়। তবে সেই কষ্ট, সেই বেদনাকে শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিলে, অনেক সময় একটু মন হালকাও হয়। তারপরে যেন টেনে নিয়ে যাওয়া যায় অনেকটা। ৯ জানুয়ারি বেঙ্গালুরুতে আমার পারফরমেন্সের কিছু মুহূর্ত। উস্তাদ রাশিদ খানের আত্মার চিরশান্তি কামনা করি। তাঁর সঙ্গীত চিরকাল মানুষের মনের মণিকোঠায় থেকে যাবে।'


শানের এই ভিডিও আবেগপ্রবণ করেছে রাশিদ অনুরাগীদের, তা বলাই বাহুল্য। 


 






আরও পড়ুন: Amir Khan: পাশে প্রাক্তন স্ত্রী, ইরার আংটিবদল দেখতে দেখতে চোখের জল সামলাতে পারলেন না আমির