Miss India 2022 Sini Shetty: চলতি বছরের ফেমিনা মিস ইন্ডিয়া (Femina Miss India World 2022) হলেন কর্ণাটকের সিনি শেট্টি (Sini Shetty)। মিস ইন্ডিয়ার মুকুট পরে জয়ের হাসি হাসলেন সিনি। ৩১ জন ফাইনালিস্টদের হারিয়ে তিনি এই জয় অর্জন করেছেন। প্রথম রানার আপ রাজস্থানের (Rajasthan) রুবাল শেখাওয়াত এবং উত্তর প্রদেশের (Uttarpradesh) শিনাতাকে হারিয়ে এই জয় অর্জন করেছেন তিনি।  


বিচারকদের প্যানেলে ছিলেন মালাইকা অরোরা, নেহা ধুপিয়া, দিনো মোরিয়া, রাহুল খান্না, রোহিত গাঁধী এবং শমাক ডাবর। এরা ছাড়াও বলিউডের আরও অনেক সেলিব্রেটিওরা। এছাড়াও ছিলেন প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজও।                                                                                           


আরও পড়ুন, মাহি ভিজকে কুপিয়ে খুনের 'হুমকি', গ্রেফতার তারকা দম্পতির রাঁধুনি              






প্রাক্তন ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স নেহা ধুপিয়া বলেছেন যে এই মঞ্চ তাঁকে আবারও অমূল্য অভিজ্ঞতার স্মৃতি ফিরিয়ে দিয়েছে। প্রসঙ্গত, ২০ বছর আগে এই শিরোপা পেয়েছিলেন নেহা ধুপিয়া।