মুম্বই: বেশ কিছুদিন চলার পর অবশেষে রবিবার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হল 'স্মার্ট জোড়ি' (Smart Jodi) শোয়ের। একাধিক তারকা জুটি এই রিয়েলিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন। ভাগ্যশ্রী - হিমালয় (Bhagyashree - Himalaya), ভিকি জৈন - অঙ্কিতা লোখান্ডে (Vicky - Ankita), অর্জুন বিজলানি - নেহা স্বামী বিজলানি (Arjun - Neha) এবং আরও অনেক তারকা দম্পতিকে এই শো-তে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে। টেলিভিশনের জনপ্রিয় এই শো শেষ হয়েছে রবিবার। আর গ্র্যান্ড ফিনালেতে কোন দম্পতির মাথায় উঠল 'স্মার্ট জোড়ি'র খেতাব, তাও জানা গেল। বিজয়ী 'স্মার্ট জোড়ি' পেয়ে গেলেন ট্রফি এবং ২৫ লক্ষ টাকার নগদ পুরস্কার।
'স্মার্ট জোড়ি'র বিজয়ী-
'স্মার্ট জোড়ি'তে তারকা দম্পতিদের রসায়ন কতটা গভীর, তা প্রতিটা এপিসোডে দেখানো হয়েছে। সেখানে সবাইকে ছাপিয়ে গিয়েছে ভিকি জৈন এবং অঙ্কিতা লোখান্ডের সম্পর্ক। আর তাঁরাই হয়েছেন এই রিয়েলিটি শোয়ের বিজয়ী। এদিন অঙ্কিতা লোখান্ডে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে যে ভিডিও পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, বলিউডের জনপ্রিয় দম্পতি রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজা 'স্মার্ট জোড়ি'র বিজয়ীর ট্রফি তুলে দিচ্ছেন ভিকি এবং অঙ্কিতার হাতে। ভিকি - অঙ্কিতার শো জয়ে দারুণ খুশি তাঁদের অনুরাগীরা। সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা তাঁদের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আরও পড়ুন - Rishi-Payel: কোন জনপ্রিয় ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে কাজ করেন পায়েল-ঋষি? দেখে নিন ভিডিও
ভিকি - অঙ্কিতার সম্পর্ক-
প্রসঙ্গত, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি জৈন এবং অঙ্কিতা লোখান্ডে। প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে আগে সম্পর্কে ছিলেন অঙ্কিতা। তাঁদের দীর্ঘ সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর ভিকির সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। মুম্বইয়ের এক পাঁচ তারা হোটেলে বসেছিল ভিকি - অঙ্কিতার বিবাহ বাসর। সোশ্যাল মিডিয়াতেও তাঁরা খুবই সক্রিয় থাকেন। নিজেদের সম্পর্কের রসায়নের ক্যামেরাবন্দি মুহূর্ত নানা সময়ে সেখানে পোস্ট করে থাকেন।