মুম্বই: ইন্দু সরকারে কাঁচি চালিয়েছিলেন তিনি। এই অপরাধে তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি তাঁর চাকরিটি খেয়েছেন। অভিযোগ করলেন সদ্য প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান পহলাজ নিহালনি।
পহলাজের আরও অভিযোগ, বজরঙ্গি ভাইজান সেন্সর বোর্ডে আটকে না দেওয়াও তাঁর চাকরি যাওয়ার অন্যতম কারণ।
পহলাজ বলেছেন, ইন্দু সরকারই তাঁর চাকরি যাওয়ার মূল কারণ। স্মৃতি ইরানির ইগো মারাত্মক, যে মন্ত্রকেই তিনি থাকেন, থরহরিকম্প করে ছাড়েন সকলকে। যেহেতু সংবাদমাধ্যম পহলাজকে নিয়েই মাতামাতি করত, তাই তাঁকে জব্দ করা ইরানির লক্ষ্য হয়ে ওঠে। তিনি নাকি পহলাজকে জিজ্ঞাসা করেন, কেন কোনও কাট ছাড়া ইন্দু সরকার ছাড়ছেন না। জবাবে পহলাজ বলেন, ছবিটা ট্রাইবুন্যালে আছে তাই নিয়ম মেনে চলতে হবে।
স্রেফ এ কারণে নিজের ইগো চরিতার্থ করতে স্মৃতি তাঁকে তাড়িয়ে দিয়েছেন বলে পহলাজের অভিযোগ।
পহলাজের আরও অভিযোগ, বজরঙ্গি ভাইজান লাভ জেহাদ প্রমোট করছে বলে তাঁকে চিঠি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বলে, ছবিটা যেন না ছাড়া হয়। মন্ত্রকের বক্তব্য ছিল, ছবির নাম লাভ জিহাদ সমস্যায় ঘৃতাহুতি দেবে, দেশে অশান্তি ছড়িয়ে পড়বে। কিন্তু ছবি দেখে তেমন কিছু মনে হয়নি তাঁর তাই তা ছেড়ে দেন তিনি।
তবে অভিনেতা সলমন খান ও পরিচালক কবির খানের ওপর চটে রয়েছেন পহলাজ। তিনি বজরঙ্গি ভাইজান শত ঝামেলা সত্ত্বেও ছেড়ে দেওয়ার পরেও তাঁরা তাঁর পাশে দাঁড়াননি বলে তাঁর অভিযোগ। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে সব সময় সমর্থন করেছেন অথচ ইন্ডাস্ট্রি তাঁকেই ভিলেন প্রতিপন্ন করেছে। বলেছেন ক্ষুব্ধ পহলাজ।
তাঁর সেন্সর বোর্ড প্রধানের চাকরি খোওয়ানোর কারণ স্মৃতি ইরানির ইগো, অভিযোগ পহলাজ নিহালনির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Aug 2017 07:08 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -