কলকাতা: 'রাত দখল'-এর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কটাক্ষের শিকার অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee)। গতকাল আবার এক রাত দখল-এর ছবি দেখেছে শহরতলি থেকে শুরু করে কলকাতা। পথে নেমেছে হাজার হাজার মানুষ। ঘরের আলো নিভিয়ে, মোমবাতি জ্বালিয়ে রাস্তায় নেমেছিলেন প্রচুর সাধারণ মানুষ। বাদ জাননি অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালকেরাও। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করতেই কটাক্ষের শিকার হয়েছেন স্নেহা। 


ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে? সোশ্যাল মিডিয়ায় কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে নিয়েছেন স্নেহা। সেখানে দেখা যাচ্ছে, এক নারীই স্নেহার পোস্টে একাধিক নেতিবাচক মন্তব্য করেছেন। স্নেহার স্বামী স্নেহার সঙ্গে থাকেন না থেকে শুরু করে স্নেহার ধারাবাহিকে কাজ... একাধিক মিথ্যে অভিযোগ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত স্ক্রিনশট শেয়ার করে স্নেহা লিখেছেন, 'যাদবপুরে ন্যায় বিচারের দাবিতে যে মিছিল ও জমায়েত হয়েছিল সেই ছবি ও ভিডিও আমি শেয়ার করেছিলাম। সেখানে বেশ কিছু মন্তব্য।' প্রসঙ্গত ওই মহিলা স্নেহাকে উল্লেখ করে লিখেছেন যে তিনি নাটক করেন। পাল্টা প্রতিবাদে স্নেহা লিখেছেন, 'কী করে পেট চালালে সেটা নাটক হয় না একটু বলবেন? তাহলে তো আপনার মতে যাঁরা রুগী দেখে পেট চালান তাঁরা সবচেয়ে বেশি নাটক করেন।' 


প্রসঙ্গত, গতকাল অর্থাৎ সোমবার রাত দখলে অভিনব সাড়া পাওয়া গিয়েছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা.. সবাই যোগদান করেছিলেন রাত দখল-এ। যাদবপুরে পথনাটিকা, গান ও স্লোগানের মাধ্যমে প্রতিবাদ করা হয়েছিল। অন্যদিকে গতকাল রাত দখল নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। সেই মন্তব্যের বিরুদ্ধে সোহিনী সরকার বলেছিলেন, 'এখনও একের পর এক তাঁরা একের পর এক ভুল করেই যাচ্ছেন। রাস্তায় এত হাজার মানুষ বেরিয়ে পড়েছেন, তারপরেও এই কথাগুলো বলতে ভয় করছে না। তাঁরা নিজেরাই বুঝিয়ে দিচ্ছেন তাঁরা কতটা ভয়াবহ। আসলে ভয়ের মতো, সাহস ও তো ছোঁয়াচে। এত মানুষ রাস্তায় নেমেছেন, নিজেদের কথা বলছেন। তাঁদের ওপর যা যা দুর্নীতি হয়েছে এতকাল ধরে সেই কথা বলছেন। আমরা দেখেছিলাম আরজি কর দিয়ে শুরু হয়েছিল। তারপরে বর্ধমান মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সবাই জানিয়েছেন কী কী চলছে। সাধারণ মানুষেরা নাগরিক অধিকার নিয়ে রাস্তায় নেমেছেন। তাঁদের কাজ তাঁরা হুংঙ্কার দেবেন। কিন্তু সাধারণ মানুষ তাঁদের অধিকার বুঝে নিতে রাস্তায় নামবেনই।'


আরও পড়ুন: Tollywood New Film: এক লেখকের জীবনের 'অপ্রকাশিত' গল্প বলতে বড়পর্দায় জয়,আরিয়ান, দেবলীনা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।