কলকাতা: মঞ্চে উঠে 'অ্যায় খুদা' গান শোনানো আপত্তিকর? অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার সঙ্গীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)-কে। একটি গানের অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন তিনি। আর সেখানে, মঞ্চে উঠে অরিজিৎ সিংহের (Arijit Singh)-এর 'অ্যায় খুদা' গানটি গাইতে শুরু করায়, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল শিল্পীকে! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন স্নিগ্ধজিৎ।
ঘটনাটা ঠিক কী? স্নিগ্ধজিৎ লিখছেন, 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই', এই উক্তিটি কি ভুল হয়ে গেল? আমি একজন শিল্পী। আমি মনে করি, শিল্পীর জাত-পাত দেখে গান গাওয়া উচিত নয়। শিল্পীর কাছে কি আল্লাহ-ঈশ্বর-ভগবান আলাদা? শিল্পীরা কি এবার হিন্দু-মুসলিম হিসেব করে গান গাইবেন? একই অনুষ্ঠানে আমি আজান দিয়ে যেমন আমি 'পাল তুলে দে', 'মন আমার কেমন কেমন করে' গেয়েছি, আবার 'হরে কৃষ্ণ হরে রাম'-ও গেয়েছি। সব জায়গায় নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। সময়ের চেয়ে বেশি পারফর্ম করেছি, সবার আশীর্বাদ ভালোবাসা পেয়েছি, বলা ভাল, অনেক বেশী পেয়েছি। পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে অপর প্রান্ত গান গেয়ে বেরিয়েছি। কোনোদিন কোথাও, কারও থেকে কোনো কটুকথা শুনতে হয়নি বা অপমানিত হইনি। বরং সবাই অনেক বেশি সম্মান ও ভালবাসা দিয়েছে। কিন্তু আজ নিজের খুব লজ্জা হচ্ছে, ভয় লাগছে। আজ মঞ্চে অরিজিৎ সিংহদার "Aye Khuda" গানটা গাওয়ার জন্য মঞ্চ থেকে নেমে যেতে বলা হল? এত জায়গায় এই গানটা গেয়েছি, কোথাও তো এরকম হয়নি। আজ কেন এই অভিজ্ঞতা হল? আজ অনুষ্ঠানে তো আমি 'রাম ভজন' ও গেয়েছিলাম, 'জয় শ্রী রাম' ও বলেছিলাম। নিরপেক্ষভাবে বলেছি, মনের আনন্দে বলেছি। সমস্ত দর্শক বন্ধুরা সেই আনন্দে সামিল হয়েছে। তবে কি গুরুজন শ্রী চণ্ডীদাসের "সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই" এই উক্তিটি ভুল হয়ে গেল?'
স্নিগ্ধজিতের এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। অনেকে যেমন সমর্থন করেছেন সঙ্গীতশিল্পীর, বিরূপ মন্তব্য করেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার মন্তব্যে উঠে এসেছে রামমন্দির নিয়েও। স্নিগ্ধজিৎকে অনেক নেটিজেন আবার মনে করিয়ে দিয়েছেন যে ৫০০ বছর লড়াইয়ের পরে, যেদিন রামমন্দির স্থাপন হচ্ছে, সেদিন নাকি মঞ্চে উঠে এই গান গাওয়া অনুচিত। তবে সব মন্তব্যের উত্তর দেননি স্নিগ্ধজিৎ।
আরও পড়ুন: Vikram Chatterjee: 'পারিয়ার জন্য শারীরিক-মানসিকভাবে নিজেকে বদলে ফেলতে হয়েছে', বলছেন বিক্রম
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।