কলকাতা: অন্তঃসত্ত্বা শোভিতা ধূলিপালা (Sobhita Dhulipala)? প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন নাগা চৈতন্য (Naga Chaitanya)? সদ্য বিয়ের ১ বছর পূর্ণ করেছেন নাগা চৈতন্য আর শোভিতা ধূলিপালা, ২০২৪ সালের ৪টা ডিসেম্বর বিয়ে হয়েছিল তাঁদের। ১ বছরে পা দিয়েছে তাঁদের বিয়ে, এখনও তাঁদের মধ্যে অটুট রসায়ন। আর ইতিমধ্যেই খবর শোনা যাচ্ছে, সন্তানের অপেক্ষায় নাকি দিন গুনছেন নাগা চৈতন্য আর শোভিতা? বিয়ের ১ বছরের মাথায় কি তবে আসতে চলেছে সুখবর?
এই গুঞ্জন ছড়িয়ে পড়লেও, তার সত্যতা নিয়ে এখনও মুখ খোলেননি নাগা চৈতন্য বা শোভিতা কেউই। কিছুদিন ধরেই শোভিতাকে দেখে অনেকেই মনে করছিলেন যে তিনি সন্তানের অপেক্ষায় দিন গুনছেন, হাঁটাচলা করছেন ভীষণ সাবধানে। আপাতত হাতে কোনও নতুন কাজ ও নেননি তিনি। সেই কারণেই অনেকে মনে করছেন, শোভিতা মা হতে চলেছেন। তবে নাগা বা শোভিতা কেউই এই বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে শোনা যাচ্ছে, শোভিতা আর নাগার পরিবার ও আপাতত বিষয়টিকে গোপন রাখতে চান। অনুরাগীরা অবশ্য অপেক্ষা করছেন, কবে নাগা আর শোভিতা সুসংসবাদ দেবেন।
একটা সময়ে, নাগা চৈতন্য আর সামান্থা রুথ প্রভু বিচ্ছেদের খবর ছিল খবরের শিরোনামে, তবে সে সব এখন পুরনো। ২ জনেই আলাদা আলাদা মানুষে সঙ্গে সুখী এখন। সদ্যই প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সামান্থা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন সামান্থা। অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। আর এর মধ্যেই খবর ছড়িয়ে পড়েছে যে, নাগা চৈতন্য আর শোভিতা ধূলিপালা তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।
শোনা যায়, বিয়ের সমস্ত সত্ত্ব ওটিটি প্ল্যাটফর্মকে বিক্রি করে দিয়েছেন শোভিতা আর নাগা চৈতন্য। এই একই পথে হেঁটেছিলেন নয়নতারা আর ভিগ্নেশ ও। তাঁরাও তাঁদের বিয়ের সত্ত্ব বিক্রি করে দিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মকে। পরবর্তীকালে সেই সমস্ত ক্লিপিং জুড়ে একটি তথ্যচিত্র আনা হয়েছিল দর্শকদের সামনে। তবে নাগা আর শোভিতার কোনও বিয়ের ভিডিও ফুটেজ এখনও প্রকাশ্যে আসেনি। অবেশেষে শোনা যাচ্ছে, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।