কলকাতা: গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অভিনেতাকে দেখতে আজ তাঁর পরিবার থেকে শুরু করে বলিউডের একাধিক ব্যক্তি হাসপাতালে যান। কিন্তু রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি খবর। হাসপাতালে নাকি প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় দেদার শেয়ার হতে থাকে এই খবর। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান অভিনেতার ছবি শেয়ার করে আত্মার শান্তি কামনা করেন। অনেকেই শোকপ্রকাশ করেন বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে। কিন্তু সত্যিটা কী? সত্যিই কী মারা গিয়েছেন বর্ষীয়ান অভিনেতা? 

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই, মুখ খোলেন ধর্মেন্দ্র পুত্র, সানি দেওল (Sunny Deol)। তাঁর টিমের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, গোটা খবরটা ভুয়ো, ধর্মেন্দ্র হাসপাতালে রয়েছেন, চিকিৎসকেরা চিকিৎসা চালাচ্ছেন বর্ষীয়ান অভিনেতার। সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর প্রয়াণের যে খবর ছড়িয়ে পড়েছে, তা ভুয়ো। সানি দেওলের টিমের তরফ থেকে বিবৃতি দিয়ে লেখা হয়, মিস্টার ধর্মেন্দ্র এখন স্থিতিশীল রয়েছেন ও চিকিৎসকেরা তাঁকে নজরে রেখেছেন। আগামীতে নতুন করে পরিস্থিতির পরিবর্তন হলে, তা অবশ্যই সবাইকে জানানো হবে। দয়া করে ওঁর স্বাস্থ্য সম্পর্কিত কোনও ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াবেন না। দয়া করে সবাই ওঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করুন আর দয়া করে পরিবারের লোকেদের একটু ব্যক্তিগত সময় দিন।'

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাস়পাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা, আজ তাঁকে সেখানে দেখতে যান সলমন খান। বর্ষীয়ান অভিনেতার সঙ্গে দেখা করেন তিনি, এরপরে হাসপাতাল থেকে বেরিয়ে যান। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে সলমন খানের হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার দৃশ্য। সলমন ছাড়াও, হাসপাতালে আসেন ববি দেওল ও ইশা দেওল। হাসপাতালে আসেন ববি দেওলের স্ত্রী তন্যা দেওল ও। হাসপাতালে আসেন কর্ণ ও রাজীব দেওল ও। এদিন, হাসপাতালে পৌঁছতে না পারলেও, ভারতী সিংহ ও জেনেলিয়া ডি'সুজার মুখে শোনা যায় ধর্মেন্দ্রর সুস্থতার প্রার্থনা। রাত গড়ালে, বর্ষীয়ান অভিনেতাকে দেখতে হাসপাতালে পৌঁছন শাহরুখ খান (Shah Rukh Khan), আরিয়ান খান (Aryan Khan) ও গোবিন্দ (Govinda)।

Continues below advertisement

ধর্মেন্দ্র অসুস্থ থাকাকালীনই শহরের বাইরে গিয়েছিলেন হেমা। সেই সময়ে পাপারাৎজিরা তাঁর কাছে জানতে চায়, কেমন আছেন ধর্মেন্দ্র? সেই সময়ে হেমা মালিনী হাত নেড়ে জানান যে, ধর্মেন্দ্র স্থিতিশীল রয়েছেন। সেই কারণেই তিনি শহরের বাইরে যাচ্ছেন। তবে এদিন ধর্মেন্দ্রর অবস্থার অবনতি হওয়ায় তিনি ছুটে যান হাসপাতালে। সেখানে ধর্মেন্দ্রর পরিবারের অন্যরাও রয়েছেন। আপাতত বর্ষীয়ান অভিনেতাকে চিকিৎসকদের কড়া নজরে রাখা হয়েছে। তবে চিকিৎসকেরা আশাবাদী যে ধর্মেন্দ্র খুব তাড়াতাড়িই এই সংকট কাটিয়ে উঠবেন।