প্রিয় বন্ধু, ডার্লিং স্ত্রী, সুপারকুল মমি, বলিউড অভিনেত্রীর ৩৯ বছরের জন্মদিনে তাঁকে এভাবেই শুভেচ্ছা জানালেন স্বামী
ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে লন্ডন স্কুল অফ ইকনোমিক্স থেকে মাস্টার্স করেন।
বালিওল কলেজ, অক্সফোর্ড থেকে মডার্ন হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন।
জেনে নেব শর্মিলা এবং মনসুর আলি খান পাতৌদির মেয়ে সম্পর্কে কয়েকটি অজানা তথ্য
বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম শিক্ষিত অভিনেত্রী হলেন সোহা আলি খান।
জেনে নেব শর্মিলা এবং মনসুর আলি খান পাতৌদির মেয়ে সম্পর্কে কয়েকটি অজানা তথ্য
২০১৪ সালে প্যারিসে কুনাল খেমুর সঙ্গে এনগেজমেন্ট,
২০০৪ সালে দিল মাঙ্গে মোর ছবি দিয়ে বলিউডে পা রাখেন সোহা
২০১৫ সালে বিয়ে। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর ইনায়া নাউমি খেমু, সোহা-কুনালের মেয়ের জন্ম।
সোহার পছন্দের উপহার কি জানেন?
যেকোনও কাছের মানুষের থেকে সময়, ভালবাসা এবং যত্ন।
এরচেয়ে দামি আর কোনও উপহার হতেই পারে না, মনে করেন সোহা।
কোনও দামি জিনিষ দিয়েই সেটা পূরণ করা যাবে না
সদ্য মা হওয়া সোহা আলি খানের আজ ৩৯ বছরের জন্মদিন