মুম্বই: বলিউড অভিনেতা কুণাল খেমুর পরিবারে এল নতুন সদস্য। শুক্রবার, কন্যাসন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী সোহা আলি খান। এদিন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন সোহা। জানা গিয়েছে, হাসপাতালে রয়েছেন কুণাল ও সোহার মা শর্মিলা ঠাকুর।

সন্তান জন্মানোর কিছুক্ষণের মধ্যেই ৩৪ বছরের অভিনেতা টুইটারে লেখেন, এই মঙ্গলময় দিনে আশীর্বাদ রূপে আমাদের এক সুন্দর কন্যা সন্তান এল। জানা গিয়েছে, মা ও মেয়ে দুজনই ভাল আছে।

[embed]https://twitter.com/kunalkemmu/status/913627240528699398[/embed]

প্রসঙ্গত, ২০১৪ সালের জুলাই মাসে প্যারিসে কুণাল ও সোহার বাগদান হয়। ২০১৫ সালের জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহা ও কুণাল।

চলতি বছর এপ্রিল মাসে সোহা ঘোষণা করেন, তিনি অন্তঃসত্ত্বা।