কলকাতা: প্রথমবার এক পর্দায় একসঙ্গে কাজ করবেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty), মধুমিতা সরকার (Madhumita Sarkar) ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি (Porimoni)। ভারতে, তথা কলকাতায় এই বাংলা ছবির কাজ নিয়ে ফিরছেন পরীমণি। নতুন ছবির নাম ঘোষণা করা হল, 'ফেলু বক্সী' (Felu Bakshi)। পরিচালনায় দেবরাজ সিন্হা।


প্রথমবার একপর্দায় একসঙ্গে সোহম-মধুমিতা-পরীমণি


বাংলা ছবিতে এই প্রথমবার একসঙ্গে কাজ করবেন সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার ও ওপার বাংলার পরীমণি। 'মিডিয়ানেক্সট এন্টারটেনমেন্ট'-এর সহযোগিতায় 'হিমানি ফিল্মস' তাদের নতুন ছবি 'ফেলু বক্সী'র কলাকুশলীদের নাম ঘোষণা করল।


থ্রিলার ঘরানার ছবি হিসেবে তৈরি হতে চলেছে 'ফেলু বক্সী'। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। নতুন প্রজন্মের চরিত্র এই ফেলু বক্সী। যে চতুর, টেক-স্যাভি এবং নিজেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেটেড রাখে। কিন্তু মনের দিক থেকে সে একেবারে সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে আর ক্রাইমের সমাধান করতে ভালবাসে। ক্রাইমের সমাধান করা তার কাছে রান্নার বই থেকে রেসিপি পড়ার মতো বিষয়। সে ঠিক যতটা নিজের খাবারের প্রতি শৌখিন, ততটাই অপরাধের সমাধানের প্রতি আবেগপ্রবণ।


বলাই বাহুল্য 'ফেলু বক্সী' নামটা বাংলা সাহিত্য ও সিনেমার দুই কিংবদন্তি চরিত্রের কথা মনে করিয়ে দেয়। যদিও নির্মাতাদের মতে, যতটা সাধারণ চোখে দেখা যায় তার থেকে অনেক গভীরে এই ছবির গল্প। সিনেমা দেখলে এক রহস্যের সন্ধান পাবেন দর্শক। নির্মাতাদের স্পষ্ট উল্লেখ, 'শুধু নাম দেখে বিচার করবেন না'!


এই ছবিতে 'দেবযানী'র চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। দেবযানী এই ছবির রেডিও জকি, যার মনে ফেলু বক্সীর সহকারী হওয়ার সুপ্ত বাসনা রয়েছে। ফলে ধরে নেওয়া যেতে পারে ফেলু বক্সী ও দেবযানীর চরিত্রের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হবে। কিন্তু ছবির গল্পে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরীমণিকে। তাঁর চরিত্রের নাম 'লাবণ্য'। তাঁর চরিত্র থাকবে ষড়যন্ত্র এবং জটিলতায় আচ্ছন্ন, দর্শক যথাসময়ে ধীরে ধীরে সেই চরিত্রের স্তর বুঝতে পারবে। কাস্টে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে যোগ দেবেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার। 


আরও পড়ুন: Lukochuri: বড়পর্দায় মুক্তি পেল 'লুকোচুরি', অভিনয়ে সাহেব চট্টোপাধ্যায়-অঙ্গনা রায়-রাজদীপ দেব


এই ছবির শ্যুটিং শুরু হবে মার্চ মাসে। ২৭ মার্চ, কলকাতায় এই ছবির শ্যুটিং হওয়ার কথা এবং এই বছরের শেষের দিকেই মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা। শ্যুটিংয়ে যোগ দিতে খুব শীঘ্রই পরীমণি বাংলাদেশ থেকে উড়ে আসবেন কলকাতায়। তাঁর উপস্থিতি এই ছবিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবে বলে আশা নির্মাতাদের। তাঁদের ইচ্ছা ভবিষ্যতে এই ছবির ফ্র্যাঞ্চাইজি তৈরি করা। ছবির সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন 'ভিঞ্জি দা' খ্যাত সুদীপ্ত মজুমদার। অদিতি বসু ও অম্লান চক্রবর্তী সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।