কলকাতা: সোহম মজুমদার (Soham Majumdar) ও দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy) একটি ওয়েব সিরিজের শ্যুটিং যে চলছে বাংলায়, সেই খবর আগেই দিয়েছিল এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)। এবার সেই শ্যুটিংয়ের ট্রেলার এল প্রকাশ্যে। রাজা চন্দের (Raja Chanda)-র পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ, 'বিভীষণ'। আর সেই ওয়েব সিরিজেই মুখ্যভূমিকায় দেখা যাবে সোহমকে। একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর স্ত্রীয়ের ভূমিকায় দেখা যাবে দেবচন্দ্রিমাকে। 

আদপে থ্রিলার এই গল্পে বীরভূমের প্রেক্ষাপটে দেখানো হয়েছে পর পর বেশ কয়েকটা খুনের ঘটনা। সূত্রপাত হয় একটি মৃতদেহের মাথা গায়েব হয়ে যাওয়ার ঘটনা দিয়ে। তবে এই খুন নিছক সাদামাটা কোনও খুন নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনীতি। খুনের রহস্য সমাধান করতে গিয়ে রাজনীতির একের পর এক পরত খুলে যেতে থাকে। সিরিজে পুলিশের চরিত্রে সোহমের নাম হয়েছে বিধান সেন। তার ব্যক্তিগত জীবনই দাঁড়িয়ে রয়েছে একটা সরু সুতোর ওপর। আর তার কাজের জায়গায় জড়িয়ে রয়েছে বিভিন্ন সমস্যা। বীরভূমে হয়ে যাওয়া খুনের তদন্ত করতে মাঠে নামে এই বিধান। অত্যন্ত দক্ষ এই অফিসারের সঙ্গে এরপর কী কী ঘটনা ঘটতে থাকে সেটা নিয়েই এগিয়ে গিয়েছে গল্প। 

এই সিরিজ নিয়ে পরিচালক রাজা চন্দ বলেছেন, 'বিভীষণ সিরিজটায় কাজ করা আমার অন্যতম ভাল একটা অভিজ্ঞতা। প্রথম ড্রাফট থেকে শুরু করে একেবারে শ্যুটিং শেষের দিন অবধি সব মিলিয়ে দূর্দান্ত একটা অভিজ্ঞতা হল। গল্পের শুরুটা অত্যন্ত সাদামাটা ভাবে হলেও যে চরিত্রগুলো গল্প থেকে উঠে আসে, সেখানে প্রত্যেকেরই যেন নিজস্ব নিজস্ব একটা গল্প রয়েছে। এই থ্রিলারটি একেবারেই মৌলিক একটা গল্প। ফলে দর্শকদের একটা নতুন অনুভূতি দেবে। সোহম আর দেবচন্দ্রিমা যেভাবে প্রাণ ঢেলে এই সিরিজে অভিনয় করেছেন, তা প্রশংসার দাবি রাখে। থ্রিলারে কেবল একটা সাসপেন্স তৈরি করা হয়েছে। গল্পটার মধ্যে অনেকগুলি পরত রয়েছে। দর্শকেরা প্রত্যাশাও করতে পারবেন না এমন কিছু কিছু মোড় রয়েছে গল্পের। আশা করি দর্শকদের সেটা খুব ভাল লাগবে। আমরা দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।'

চলতি মাসের ২৭ জুন জি ফাইভ (Zee 5)-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এই সিরিজটি। দর্শকেরাও অপেক্ষায় রয়েছেন এই গল্পের।