কলকাতা: সদ্য জন্মদিন গিয়েছে সোহিনী সরকারের (Sohini Sarkar)। আর বিশেষ এই দিনটা শহরে নয়, সমুদ্র ধারে কাটাতে গিয়েছিলেন নায়িকা। তবে, সোশ্যাল মিডিয়ায় বিশেষ দিনটার কোনও ছবি শেয়ার করেননি সোহিনী নিজে। তবে বন্ধুদের শেয়ার করা ছবি, শুভেচ্ছাবার্তা ঝলমল করছে তাঁর ওয়ালে। আর সেই ছবিই যেন জল্পনায় শিলমোহর!
বিষয়টা একটু খুলেই বলা যাক। সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় (Shovon Ganguly) -এর সঙ্গে নাকি বর্তমানে সম্পর্কে রয়েছেন সোহিনী। তবে এই বিষয়ে তাঁরা দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। শোভনের সঙ্গে যে সম্পর্ক ভেঙেছে অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)-র, সেই খবর ইতিমধ্যেই সবার জানা। অন্যদিকে, রণজয় বিষ্ণুর (Ronojoy Bishnu)-র সঙ্গেও সম্পর্ক ভেঙেছে সোহিনীর। তিনি আপাতত নিজেকে সিঙ্গল বলেই দাবি করছেন। তাঁর ও রণজয়ের সম্পর্কে সমস্যা চলছিল দীর্ঘদিন ধরেই। তবে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে সদ্যই। স্বভাবতই, সোহিনীর জন্মদিনে ছিলেন না রণজয়।
তবে সদ্যই শোনা যাচ্ছে, শোভনের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সোহিনী। আপাতত কেউই সম্পর্কে নেই বলে দাবি করছেন। তাহলে কী নতুন সম্পর্কে জড়িয়েছেন সঙ্গীতশিল্পী আর বড়পর্দার নায়িকা? সেই উত্তর দেবে সময়। তবে সোহিনীর জন্মদিনের পার্টিতে যে শোভন উপস্থিত ছিলেন, সেই খবর প্রকাশ্যে এল কোথা থেকে?
এর উত্তর প্রান্তিকের পোস্টে। টলিপাড়ার জুটি প্রান্তিক ও অঙ্কিতার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব সোহিনীর। হামেশাই একসঙ্গে সময় কাটান তাঁরা। জন্মদিনেও সোহিনীর পার্টিতে সামিল ছিলেন এই জুটি। তবে কেবল তাঁরাই নন, একদন বন্ধু মিলে জন্মদিনের দিনটা মিনি ট্রিপে কাটালেন সোহিনী। আর সেখানেই, বন্ধুদের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন প্রান্তিক। তারই একটি ছবিতে দেখা মিলল শোভনের। সবার মুখেই হাসি আর শোভনকে সম্ভবত ঘরের বাইরে বন্ধ করে দেওয়া হয়েছে। কাচের দরজার ওপাড় থেকেই ছবি তুলেছেন শোভন।
নিজের জন্মদিনে একটি ফেসবুক লাইভ করেছিলেন নায়িকা। সেখানেই শোনা গিয়েছিল, বন্ধু ও পরিবারের সঙ্গে একটি ট্রিপে এসেছেন তিনি। সেই দলেই সামিল ছিলেন শোভন। তবে তাঁদের মধ্যে কেবল বন্ধুত্ব রয়েছে নাকি সম্পর্ক মোড় নিয়েছে প্রেমের বাঁকে, সেবিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তাঁরা।
আরও পড়ুন: AR Rahman: ২৯ লক্ষ টাকা নিয়েও গড়হাজির! রহমানের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা মানহানির মামলা শিল্পীর তরফে