উদয়নারায়ণপুর: দফায় দফায় বৃষ্টি ও ডিভিসি জল ছাড়ায়, উদয়নারায়ণপুরে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। দামোদরের জল বাঁধ টপকে উদয়নারায়ণপুরের ডিভুশুট, কুরচি শিবপুর, টোকাপুর, হোদল, হরিহরপুর, শিবানীপুরসহ একাধিক গ্রামে ঢুকতে শুরু করেছে। ডিভুশুট রাস্তার ওপর দিয়ে বইছে জল। চাষের জমি জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা। পুজোর মুখে বন্য়ার আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। এলাকায় পৌঁছেছে NDRF-এর টিম। ত্রাণ শিবিরে যাওয়ার জন্য় প্রশাসনের তরফে মাইকে প্রচার করা হচ্ছে। আজও দুর্গাপুর ব্য়ারেজ থেকে জল ছাড়া হয়েছে। সকাল ৮টায় ১ লক্ষ ১ হাজার ৭৫০ কিউসেক জল ছাড়া হয়। সকাল ৯টায় জল ছাড়ার পরিমান কমে হয় ৯৯ হাজার ৩৫০ কিউসেক। 


বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার উপকূলভাগ


বৃষ্টিতে রাজ্যজুড়ে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার উপকূলভাগ। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সুন্দরবনের নীচু এলাকা। ভেঙে পড়েছে বহু গাছ। কাঁচা, মাটির বাড়ির বাসিন্দাদের কাছাকাছি স্কুল ও আশ্রয় শিবিরে এনে রাখা হয়েছে। সুন্দরবন সহ জেলার প্রতিটি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোলরুম। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রয়েছে। আজ দিনভর জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। 


জলমগ্ন রাজপুর-সোনারপুরের পুরসভার বিস্তীর্ণ এলাকা


রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন রাজপুর-সোনারপুরের পুরসভার বিস্তীর্ণ এলাকা। জল থই থই গড়িয়া, সোনারপুর, মিশনপল্লি, সুভাষগ্রাম, রাজপুরের বিস্তীর্ণ এলাকা। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জল জমে গেছে রাজপুর সোনারপুর পুরসভার অফিসেও। চেয়ারম্য়ান জানিয়েছেন, বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল নামানো হচ্ছে। আপৎকালীন পরিস্থিতির জন্য় প্রস্তুত রাখা হয়েছে একাধিক স্কুল বিল্ডিং। 


উত্তরে প্রবল বৃষ্টি। তার জেরে জল বাড়ছে মহানন্দার। বিপদ সীমার ওপর দিয়ে বইছে নদী। তার জেরে জল থই থই ইংরেজবাজার শহরের ৮,৯ ১২ এবং ১৩ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। এলাকার মানুষদের অন্য়ত্র সরানোর কাজ শুরু করেছে ইংরেজবাজার পুরসভা। অস্থায়ীভাবে খোলা হয়েছে ত্রাণশিবির। এদিকে, মহানন্দার ওপর আরেকটি বাঁধের দাবি তুলেছে বিজেপি।


পুজোর আগে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। নিম্নচাপ ছত্রিশগড় সংলগ্ন এলাকা থেকে অভিমুখ বদল করে ঝাড়খণ্ড হয়ে আবার ফিরছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে। ফলে, দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত থাকবে মেঘলা আকাশ ও বৃষ্টির সতর্কতা। উপকূলে ও পশ্চিমের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বর্তমানে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপ। এরফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে।