কলকাতা: ঘুরতে গিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। সোশ্যাল মিডিয়া পোস্টেই স্পষ্ট তিনি শীতের দেশে ঘুরে বেড়াচ্ছেন। কিছুদিন আগেই বরফে ঢাকা স্যুইডেনের (Sweden) ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। তবে এবার তাঁর পোস্টের হ্যাশট্যাগ দেখে মনে হচ্ছে তিনি ফিনল্যান্ডে (Finland)। কালো পোশাকে একটি ছবি পোস্ট করেন তিনি, যা এখন চর্চার কেন্দ্রে। কিন্তু কেন? কী এমন রয়েছে সেই ছবিতে?
কালো পোশাকে সোহিনী, নেটিজেনরা কী বললেন?
সম্ভবত এখন ফিনল্যান্ডে ছুটি কাটাচ্ছেন সোহিনী সরকার। সেখান থেকেই দুটি ছবি পোস্ট করেন তিনি। কালো রঙের ব্যাগি শর্ট ড্রেস পরেছেন তিনি। একটি ছবিতে দেখে মনে হচ্ছে পায়ে লাল স্টকিং মোজা রয়েছে। এই ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় পেলেন মিশ্র প্রতিক্রিয়া।
অভিনেত্রী ছবি পোস্ট করে তিনটি হ্যাশট্যাগে ফিনল্যান্ডের রাতের জীবন, ও ক্রুজ অভিজ্ঞতার কথা শেয়ার করেন। কেউ কমেন্টে হার্ট ইমোজি দিয়ে ভালবাসা জানিয়েছেন। কেউ লিখলেন, 'দারুণ'। অপর একজন লেখেন, 'কী দারুণ আকর্ষণীয় লাগছে তোমাকে'। কেউ লিখলেন, 'উই আর সো গর্জিয়াস'। আবার একজন লেখেন, 'ব্ল্যাক বিউটিফুল'। ফেসবুকেও ভালবাসা জানিয়েছেন অনেকেই। একজন লেখেন, 'খুব সুন্দর', আবার একজন লেখেন, 'কালো হিরে'। একজন লিখলেন, 'খুব সুন্দর দেখতে তুমি'। কেউ কেউ 'ক্রাশ' লিখে ভালবাসাও জানিয়েছেন। তবে কটূ মন্তব্যও কম জোটেনি। কেউ কেউ অভিনেত্রীর পোশাক নিয়েও মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, সোহিনী সরকারের সঙ্গে সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। নিজেদের সম্পর্ক নিয়ে যদিও অভিনেত্রী বা গায়ক, কেউই কখনও প্রকাশ্যে মুখ খোলেননি। তবে একাধিক সময় একাধিক স্থানে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তা বন্ধুর জন্মদিনে একসঙ্গে পার্টি করাই হোক বা বন্ধুর বিয়েতে শাড়ি-পাঞ্জাবি পরে একসঙ্গে ছবি তোলা। ফলে অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার করতে সময় নেননি। এছাড়া দুই শিল্পীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এক ধরনের ছবিও রয়েছে। সম্প্রতি তাঁদের দুজনের প্রোফাইলেই দেখা যায় বরফ ঘেরা ছবি। সোহিনী স্থানের উল্লেখ করলেও শোভন করেননি। তাতেই সকলের আন্দাজ, একসঙ্গে ছুটি কাটাচ্ছেন সোহিনী ও শোভন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।