কলকাতা: তাঁদের প্রেম এখন টলিউডে রীতিমতো চর্চিত। কখনও প্রকাশ্যে নিজেদের প্রেমের কথা স্বীকার না করলেও, ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, প্রেম করছেন সোহিনী সরকার (Sohini Sarkar)। প্রেমিক? শোভন গঙ্গোপাধ্যায় (Shovon Ganguly)। বিভিন্ন সময়ে তাঁদের দেখা গিয়েছে একসঙ্গে। এমনকি একে অপরের বিশেষ দিনেও পাশাপাশি থাকছেন শোভন-সোহিনী। ২২ তারিখ, বন্ধুর বিয়েতে এক ফ্রেমে ধরা দিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিজেই শেয়ার করে নিয়েছেন সোহিনী। সামাজিক অনুষ্ঠানেও পাশাপাশি দেখা গেল এই দুই শিল্পীকে। আর তবে কি, সম্পর্কের কথা স্বীকারই করে নিলেন শোভন-সোহিনী?


জন্মদিন থেকে শুরু করে পুজো... বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় শোভন-সোহিনীকে। শোভনের সঙ্গে যে সম্পর্ক ভেঙেছে অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)-র, সেই খবর ইতিমধ্যেই সবার জানা। অন্যদিকে, রণজয় বিষ্ণুর (Ronojoy Bishnu)-র সঙ্গেও সম্পর্ক ভেঙেছে সোহিনীর। এখন টলিউডে নতুন প্রেমের গুঞ্জন শোভন-সোহিনীকে ঘিরে।


এর আগে, জন্মদিনে ছুটি কাটাতে সোহিনী পাড়ি দিয়েছিলেন সমুদ্রতটে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন টলিউডের বন্ধুবান্ধবেরা। আর সেই তালিকায় ছিলেন শোভনও। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া ছবি থেকেই প্রকাশ্যে আসে সেই কথা। বন্ধুদের দলে দেখা গিয়েছিল শোভনকেও। দীপাবলির সময়েও একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁরা শেয়ার করে নিয়েছিলেন সেলফি।


২২ তারিখ ছিল বিয়ের দিন। অভিনেতা সত্যম ভট্টাচার্য্যও এইদিন বাঁধা পড়েছেন সাত পাকে। তবে সোশ্যাল মিডিয়ায় সোহিনী যে ছবি শেয়ার করে নিয়েছেন, তা তাঁর বান্ধবীর বিয়ের। পেশায় ভ্লগার এই বান্ধবীর বিয়েতে শোভনের সঙ্গেই হাজির হয়েছিলেন সোহিনী। ছিলেন তাঁর পরিবারের মানুষেরাও। ইনস্টাগ্রাম স্টেটাসে সব ছবিই শেয়ার করে নিয়েছেন তিনি। একটি তামাটে সোনালি রঙের শাড়িতে সেজেছিলেন সোহিনী। টেনে বাঁধা খোঁপার সঙ্গে ছিল ভারি ঝুমকো। অন্যদিকে পাঞ্জাবি আর শালে সেজেছিলেন শোভন। ইনস্টাগ্রাম স্টেটাসে দুটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন সোহিনী।


 






আরও পড়ুন: Satyam Marriage: সত্যমের 'রূপকথা'-র শুরু, সাত পাকে বাঁধা পড়লেন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।