কলকাতা: প্রথমবার বড়পর্দায় নিজেকে দেখবেন, যেন এক মুহূর্তের জন্য বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। নীল গাউনের সঙ্গে হালকা গয়না আর মুখে উপচে পড়া হাসি। পর্দায় 'বাবা, বেবি ও' শুরু হওয়ার আগে প্রেক্ষাগৃহের বাইরে দাঁড়িয়ে কথাবার্তা সেরে নিচ্ছিলেন নায়িকা। সোলাঙ্কি রায় (Solanki Roy)। 


এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে খুশিতে ভাসছিলেন সোলাঙ্কি। বললেন, 'আমি এখনও উত্তেজনায় কাঁপছি। বিশ্বাসই করতে পারছি না। এত বছর অন্য মাধ্যমে কাজ করেছি। এই প্রথম রুপোলি পর্দায় নিজেকে দেখব। 'উইন্ডোজ'-এর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। সব মিলিয়ে ভীষণ আশাবাদী আমি।' প্রথম কাজ আর বিপরীতে যীশু সেনগুপ্ত, কেমন অভিজ্ঞতা? সোলাঙ্কি বলছেন, 'যীশুদা ভীষণ ভালো একজন অভিনেতা, সেই সঙ্গে একজন ভীষণ ভালো মানুষ। ওনার থেকে অভিনয়ের অনেক খুঁটিনাটি শিখেছি। খুব মজা করে গোটা শ্য়ুটিংটা করেছি আমরা।'


আরও পড়ুন: Jisshu Sengupta Exclusive: 'বয়স ১৬ হোক কিম্বা ৬০, প্রেমে পড়তে আপত্তি কোথায়?'


ছবিতে বৃষ্টি বাচ্চা পছন্দ করে না, আর সোলাঙ্কি? হাসতে হাসতে অভিনেত্রীর উত্তর, 'সোলাঙ্কিকে বাচ্চারা পছন্দ করে কিনা জানি না, কিন্তু সোলাঙ্কি প্রচণ্ড বাচ্চা ভালোবাসে।'


শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) ঘরানায় অন্দরমহলের গল্প বলেছে 'বাবা, বেবি, ও'। সারোগেসি, অসমবয়সী প্রেম ও সমকামিতার মত সমাজের বিভিন্ন চর্চিত বিষয়কে ছবির মধ্যে দিয়ে বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিতে চেয়েছিলেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee)। কতটা সফল হল সেই প্রচেষ্টা। সপ্তাহের শেষে বিভিন্ন প্রেক্ষাগৃহের ছবি বলছে, 'অনেকটাই'। রবিবার শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে টিম 'বাবা বেবি ও'। কলকাতার বহু জায়গায়তেই প্রেক্ষাগৃহ পরিপূর্ণ ছিল। নতুন ছবির পাশাপাশি দর্শকদের উপরি পাওয়া হয়েছে অভিনেতা-অভিনেত্রী ও প্রযোজক-পরিচালকদের সঙ্গে দেখা-সাক্ষাৎ।


সোশ্যাল মিডিয়ায় দর্শকদের ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছিলেন ছবির প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেখানে তিনি তুলে ধরেছিলেন তাঁর প্রযোজিত দুই ছবির হিসাব নিকেশ। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় প্রযোজিত প্রথম ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' মাত্র ১২ দিন প্রেক্ষাগৃহে চলেছিল। করোনা পরিস্থিতির জন্য বন্ধ হয়ে গিয়েছিল প্রেক্ষাগৃহ। ৭২ লাখ টাকার ছবি এক সপ্তাহতেই ৯৫ লক্ষ টাকার ব্যবসা করেছিল। আর 'বাবা বেবি ও'-র বাজেট ছিল ৮৮ লাখ। তিনদিনে ছবিটি ব্যবসা করেছে ৫৫ লাখ। সোশ্যাল মিডিয়ায় সেই হিসেবের খতিয়ান তুলে ধরে শিবপ্রসাদ ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের।