কলকাতা: ১৯৮৭-তে কলকাতায় এসে সত্যজিৎ রায়ের হাতে এই সম্মান তুলে দিয়েছিল ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরঁ। ৩০ বছর পর এবার সেই ফরাসি সম্মান লেজিয়ঁ দ’ নর পেতে চলেছেন সত্যজিতের প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
১৮০২ সালে লেজিয়ঁ দ’ নর সম্মান প্রদান শুরু করেন স্বয়ং নেপোলিয়ন বোনাপার্ট। শিল্পীদের জন্য এটাই ফ্রান্সের সর্বোচ্চ সম্মান।
এর আগে ফরাসি সংস্কৃতি মন্ত্রক প্রবাদপ্রতিম এই অভিনেতাকে দিয়েছিল অফিসিয়ে দে’ জার এ মেত্রিয়ে’ সম্মান। এবার লেজিয়ঁ দ’ নর পাওয়ার খবরে সৌমিত্র বলেছেন, বাঙালি অভিনেতা হিসেবে তাঁর কাজ যে আন্তর্জাতিক মানুষজনের মন ছুঁয়েছে, সেটাই তাঁর কাছে বড় প্রাপ্তি।
এর আগে পণ্ডিত রবিশঙ্কর, মৃণাল সেনের মত ব্যক্তিত্বও এই সম্মান পেয়েছেন।
সৌমিত্র বলেছেন, যে সময়ে ছবির কাজ শুরু করেন, তার আগে থেকেই ফরাসি দেশের শিল্প, সাহিত্য মুগ্ধ করত তাঁকে। সে দেশের কবি, চিত্রকর, চলচ্চিত্রকার, ঔপন্যাসিক, নাট্যকারদের শিল্পকর্মে বুঁদ হয়ে থাকতেন তিনি।
দুর্ঘটনায় আহত নাতি রণদীপ এখনও হাসপাতালে। ‘‘বিষাদ-বিষণ্ণতার মধ্যেও এই সম্মান কোথাও একটা আলাদা অনুভূতির সঞ্চার করে।’’ বলেছেন সৌমিত্র।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
সত্যজিতের পর এবার সৌমিত্র পাচ্ছেন সর্বোচ্চ ফরাসি সম্মান- লেজিয়ঁ দ’ নর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jun 2017 09:07 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -