কার্ডিফ: শাকিব আল হাসান ও মাহমুদুল্লাহর রেকর্ড পার্টনারশিপে কোণঠাসা অবস্থা থেকে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে রোমাঞ্চকর জয় পেল বাংলাদেশ। পঞ্চম উইকেট জুটিতে তাঁরা যোগ করেন ২২৪ রান। এটা একদিনের আন্তর্জাতিক ম্যাচে যে কোনও উইকেটে বাংলাদেশের পক্ষে রেকর্ড পার্টনারশিপ। শাকিব ১১৪ রান করে আউট হয়ে গেলেও, ১০২ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ। এই জয়ের ফলে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ এ-তে তিন ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে দু নম্বরে উঠে এল বাংলাদেশ। এই গ্রুপের শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া জয় না পায়, তাহলে ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ।


এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৬৫ রান করে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ৫৭ এবং রস টেলর ৬৩ রান করেন। মোসাদ্দেক হোসেন মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন। রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারতে থাকে বাংলাদেশ। ১২ রানে ৩ উইকেট পড়ে যায়। তামিম ইকবাল (০), সৌম্য সরকার (৩), সাব্বির রহমানরা (৮) রান পাননি। দলের ৩৩ রানের মাথায় মুশফিকুর রহিমও (১৪) আউট হয়ে যান। সেই সময় মনে হচ্ছিল, নিউজিল্যান্ড বড় ব্যবধানে জিততে চলেছে। কিন্তু সেই পরিস্থিতি থেকে পাল্টা লড়াই শুরু করেন শাকিব ও মাহমুদুল্লাহ। দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আউট হন শাকিব। বাকি কাজটা সেরে ফেলেন মাহমুদুল্লাহ। ৪৭.২ ওভারে ৫ উইকেটে ২৬৮ রান করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।