কলকাতা: সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড়... এবার কি সত্যিই মা হতে চলেছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)? ২০২৪ সালে ভালবেসে জাহির ইকবালকে বিয়ে করেছিলেন সোনাক্ষী, আর তারপর থেকেই গুঞ্জন, তিনি নাকি অন্তঃসত্ত্বা। বারেই বারেই অভিনেত্রী জানিয়েছেন, এটা সম্পূর্ণ গুঞ্জন। কিন্তু তারপরেও, বারে বারে, বিভিন্ন সময়ে ফিরে এসেছেন এই খবর। সম্প্রতি সোনাক্ষীকে দেখা গিয়েছে বেশ কয়েকবার, পাপারাৎজিদের সামনে। প্রত্যেকবারই সুন্দর সাজগোজ করে এসেছিলেন সোনাক্ষী। তাঁর গোটা শরীর ছিল পোশাকে ঢাকা। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই ফের শুরু গুঞ্জন। তবে কি এবার সত্যিই অন্তঃসত্ত্বা সোনাক্ষী? সেই কারণেই তিনি গোটা শরীর ঢেকেছেন পোশাকে। পরেছেন ঢিলে পোশাক ও। আজ সেই জল্পনা আরও বাড়িয়েছেন সোনাক্ষীর স্বামী জাহির ইকবাল। তিনি একেবারে পাপারাৎজিদের সামনেই সোনাক্ষীর উদর স্পর্শ করে জল্পনা বাড়িয়েছেন। অবশেষে, এই বিষয় নিয়ে মুখ খুললেন সোনাক্ষী সিংহ।
অভিনেত্রী সদ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন, একগুচ্ছ ছবি। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- 'মানব ইতিহাসে সবথেকে বেশি সময়ের জন্য অন্তঃসত্ত্বা হওয়ার (আমাদের প্রিয় এবং খুবই বুদ্ধিমান সংবাদমাধ্যমের মতে ১৬ মাস এবং আরও বেশি) রেকর্ড করে ফেলেছি। শুধু পেটের উপর হাত রেখে পোজ দেওয়ার জন্য। আমাদের প্রতিক্রিয়া জানার জন্য শেষ স্লাইডে যান... এবং তারপর এই দীপাবলিতে নিজেদের আলো ছড়াতে থাকুন।' দীপাবলির পার্টিতে অভিনেত্রী পাপারাজ্জিদের সামনে পোজ দেওয়ার সময় পেটের উপর হাত রেখেছিলেন। সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অভিনেত্রীর স্বামী জাহির ইকবাল তাঁর স্ত্রীর পেটে হাত রাখেন এবং তাঁদের সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার একটি মজা করতে দেখা যায়।
আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দীপাবলির পার্টির ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে সোনালী রঙের ভারি কাজের একটি আনারকলি পোশাকে দেখা গিয়েছে। নিজের ছবিগুলি শেয়ার করার সঙ্গে সঙ্গে অভিনেত্রী বেশ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে অন্তঃসত্ত্বা হওয়ার গুজব নিয়ে মুখ খুলেছেন। এবার তাঁর এই পোস্টে কুশা কপিলা এবং শিল্পা শিরোদকর সহ আরও অনেক তারকা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলা অভিনেত্রীর এই পোস্টে হাসির এবং হাততালি দেওয়ার ইমোজি শেয়ার করেছেন, অন্যদিকে শিল্পা শিরোদকরও হাসির ইমোজি শেয়ার করে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন।