কলকাতা: কিছুদিন আগেই অ্য়ামাজন প্রাইমে (Amazon Prime) মুক্তি পেয়েছে সোনাক্ষী সিনহা, বিজয় ভার্মা অভিনীত থ্রিলার সিরিজ 'দহদ'। আর মুক্তির পরই তা উঠে এসেছে দর্শকের হিটলিস্টে। এই সিরিজে সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha) অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে দর্শক থেকে সমালোচক মহলে। আর এবার প্রকাশ্য়ে এল নতুন খবর। জানা যাচ্ছে, সম্প্রতি ১১ কোটি টাকা খরচ করে মুম্বইয়ের বান্দ্রায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন সোনাক্ষী।
কেসি রোডে এমজে শাহ গ্রুপের তৈরি ৮১ অরিয়েট প্রকল্পের ২৬ তলায় এই অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনেত্রী। যার কার্পেট এরিয়া ২,২০৮,৭৭ বর্গফুট। অতিরিক্ত এলাকা প্রায় ৩৪৮.৪৩ বর্গফুট। যার মধ্য়ে রয়েছে লবি, সার্ভেন্ট কোয়ার্টার ও টয়লেটও। ২৯ অগাস্টই এই অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন অভিনেত্রী। ফলে এই তিনি এই সম্পত্তির মালিক।
আরও পড়ুন...
নতুন ছবির জমকালো ডান্স নাম্বারের জন্য় বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছেন শাহিদ কপূর
উল্লেখ্য় 'দহদ' সিরিজে সোনাক্ষী সিনহা (Dahaad) অঞ্জলি ভাটির চরিত্র অভিনয় করেছিলেন। যিনি নিম্নবর্ণের একজন মহিলা হওয়ার কারণে চাকরিতে বৈষম্যের শিকার। পাশাপাশি মায়ের থেকে অনবরত আসা বিয়ের চাপও সামলাচ্ছেন একা হাতে।
এই সিরিজ সম্পর্কে কথা বলতে গিয়ে সোনাক্ষী (Sonakshi Sinha upcoming series) জানিয়েছিলেন, 'এই চরিত্রের অফার আসার পর আমি জোয়া ও রিমাকে বলেছিলাম যে আমি ছাড়া আর কেউ এই চরিত্রে অভিনয় করছে না।'
প্রসঙ্গত, ‘দহদ’ সিরিজের টিজার মুক্তি পাওয়ার পরই দর্শকের মধ্য়ে উন্মাদনার পারদ চড়ছিল। । সোশ্যাল মিডিয়ায় যে টিজারটি শেয়ার করা হয়েছিল, সেটায় প্রথমেই লেখা ছিল, 'অনেক নিরীহ মেয়ে নিজেদের প্রাণ দিয়েছে। কিন্তু একটা তদন্ত চালু রয়েছে।' ২৭ জন মেয়ের নিখোঁজ হওয়া ও তারপর খুন হওয়ার মতো ভয়ঙ্কর কেসের তদন্তভার পড়ে সোনাক্ষীর ওপর। ধূসর টিজারের শেষে গাড়িতে চাবি ঘষার শব্দ শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কোন চক্রে প্রাণ হারাতে হল এই ২৭ জন নারীকে, তারই কিনারা করতে দেখা যায় সোনাক্ষীকে।
এই সিরিজের পরতে পরতে রয়েছে রহস্য়। এই সিরিজের প্রেক্ষাপট রচিত হয়েছে রাজস্থানে। তাই সিরিজের অভিনেতাদের খুব ভালভাবে রপ্ত করতে হয়েছে এখানকার আঞ্চলিক ভাষা। এর পাশাপাশি সিরিজির গল্পের সঙ্গে সঙ্গেই উঠে এসেছে একাধিক সামাজিক সমস্য়ার কথা।
এরপর নেটফ্লিক্সে সঞ্জয় লীলা বনসালির 'হীরামান্ডি'তে দেখতে পাওয়া যাবে সোনাক্ষী সিনহাকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন