মুম্বই: ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এ ধরনের সমালোচনায় তিনি যে বিচলিত নন, তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সোনাক্ষী। বলেছেন, তাঁকে নিয়ে মিম তিনি খুবই উপভোগ করছেন।
শনিবার সোনাক্ষী ট্রোলারদেরই পাল্টা কটাক্ষ হেনে ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, ‘প্রিয় জাগ্রত ট্রোলস। পিথাগোরাসের তত্ত্ব, মার্চেন্ট অফ ভেনিস, পর্যায় সারণী, মুঘল রাজবংশের সালতামামি আমার মনে নেই। আর কী কী মনে নেই তাও মনে নেই। আপনাদের কাছে কোনও কাজ না থাকলে আর অঢেল সময় থাকলে এসব নিয়েও মিম তৈরি কর না। আমি মিম পছন্দ করি’।


সেইসঙ্গে সোনাক্ষী তাঁর অবসর বিনোদনের একটি ছবিও ট্যুইট করেছেন।



উল্লেখ্য, টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র বিশেষ পর্বে রামায়ণ নিয়ে একটা সামান্য প্রশ্নের জবাব দিতে গিয়ে হোঁচট খেয়েছিলেন সোনাক্ষী।এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় সোনাক্ষীকে নিয়ে তুমুল হাসাহাসি শুরু হয়। তাঁকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয় সোশ্যাল মিডিয়ায়।
অনুষ্ঠানে রাজস্থানি শিল্পী রুমা দেবীর সঙ্গে ছিলেন সোনাক্ষী। সঞ্চালক অমিতাভ বচ্চন সোনাক্ষীকে প্রশ্ন করেন, হনুমান কার জন্য সঞ্জীবনী নিয়ে আসেন, সুগ্রীব, লক্ষ্মণ, সীতা না রাম। জবাব দিতে গিয়ে লাইফলাইন নিতে হয় তাঁকে। এরপরই ট্যুইটারে তাঁকে নিয়ে কটাক্ষ শুরু হয়।