কলকাতা: বিয়ের পরে ছুটির দিন। আজকের বৃষ্টি দিনটা তো সদ্য বিবাহিত জাহির ইকবালের (Zaheer Iqbal) সঙ্গেই কাটানোর কথা সোনাক্ষী সিংহের (Sonakshi Sinha)-র। কিন্তু তাঁর মন পড়ে রয়েছে বাবার বাড়িতে। আজ যেন, একটু বেশিই বাবার বাড়িকে মিস করছেন অভিনেত্রী সোনাক্ষী। মনে পড়ছে মায়ের কান্নার কথাও। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত কথা শেয়ার করে নিলেন সোনাক্ষী।


সোশ্যাল মিডিয়ায় আজ বাবা-মায়ের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। বাবা শক্রুঘ্ন সিংহ (Shatrughan Sinha) ও মায়ের সঙ্গে ছবি শেয়ার করে নিয়ে সোনাক্ষী লিখেছেন, 'বিয়ের দিনই মা সেই যে কাঁদতে শুরু করেছেন... সেই তখনই তাঁর প্রথম মনে হয়েছিল আমি তাঁর বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যাচ্ছি। সেটা মনে হতেই মায়ের কান্না যেন আর থামছেই না। মাকে বোঝালাম, জুহু থেকে বান্দ্রা তো মাত্র ২৫ মিনিটের দূরত্ব। আজ বাড়িটাকে একটু বেশিই মিস করছি। আর তাই... আমি ও মাকে বলা সেই কথাটাই মনে মনে বলছি.. 'জুহু থেকে বান্দ্রা তো মাত্র ২৫ মিনিটের দূরত্ব'! মনে হয় আজ বাড়িতে সিন্দ্রি কারি রান্না হয়েছে। সানডে স্পেশাল। খুব তাড়াতাড়ি দেখা হবে। জুম জুম জুম।'


সোনাক্ষীর বিয়ের পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন শত্রুঘ্ন সিংহ। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সেই সময়ে বাবাকে দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন সোনাক্ষী ও জাহির। সেই সময়ে গুঞ্জন উঠেছিল অন্তঃসত্ত্বা বলেই হাসপাতালে যেতে হয়েছিল সোনাক্ষীকে। পরে শত্রুঘ্ন সিংহের অসুস্থতার খবর সামনে আসতেই পরিষ্কার হয় সবটা। আপাতত বাড়িতেই রয়েছেন শত্রুঘ্ন সিংহ। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতেই রয়েছেন তিনি। অন্যদিকে জাহিরের সঙ্গেও নতুন সংসার সাজিয়েছেন সোনাক্ষী। তবে রবিবার, ছুটির দিন যেন আর সমস্ত সাধারণ মেয়েদের মতোই সোনাক্ষীর বাবার বাড়িকেই যেন মনে পড়ছে আরও একটু বেশি করে।


 





আরও পড়ুন: Kanchan-Sreemoyee: মধুচন্দ্রিমা থেকে ফিরেই বাড়িতে রথযাত্রার পুজোর আয়োজন কাঞ্চন-শ্রীময়ীর


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।