মুম্বই: প্রথমবার ভালবাসার উপলব্ধি হয়েছিল যে দিনে, সেই দিনেই বিয়ে সারলেন তারকা যুগল। রবিবার চারহাত এক হল বলিউড তারকা সোনাক্ষী সিনহা, জাহির ইকবালের। ভিন্ ধর্মাবলম্বী পরিবারের সদস্য তাঁরা। কোনও একটি ধর্মের রীতি অনুসরণ না করে, আইনি পথে বিয়ে সারলেন তাঁরা। পরিবার এবং পরিজনদের সাক্ষী রেখে রেজিস্ট্রি বিয়ে করলেন। আজকের দিনেই যে ভালবাসার অনুভূতি পেয়েছিলেন, তা খওলসা করলেন সোনাক্ষী নিজেই। জানালেন, চিরকাল এই ভালবাসাকেই আগলে ধরে বাঁচতে চান তিনি। (Sonakshi-Zaheer Wedding)


রবিবার সকাল থেকেই সোনাক্ষীর বিয়ের অপেক্ষা চলছিল। সন্ধেয় নায়িকা নিজেই সুখবর দেন সকলকে। লেখেন, 'সাতবছর আগে, আজকের দিনেই (২৩.০৬.২০১৭) পরস্পরের চোখে পবিত্র ভালবাসা চাক্ষুষ করেছিলাম আমরা, সেই ভালবাসাকে আঁকড়ে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ সেই ভালবাসাই আমাদের সব প্রতিবন্ধকতা জয় করে এই মুহূর্তে এতদূর, এই মুহূর্তে নিয়ে এসেছে। দুই পরিবার এবং দুই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে স্বামী-স্ত্রী হলাম আমরা। ভালবাসা, আশা এবং যা কিছু সুন্দর, সব নিয়ে এখন থেকে চিরদিনের যাত্রা শুরু হল'। (Sonakshi Sinha Marriage)


রবিবার মুম্বইয়ে নিজের বাড়িতেই রেজিস্ট্রি সারেন সোনাক্ষী। জাহির এবং তাঁর পরিবার সোনাক্ষীর বাড়িতে এসে পৌঁছন। এসে পৌঁছন শত্রুঘ্ন সিনহা, পুনম সিনহা এবং দুই পরিবারের অন্য সদস্যরাও। বিয়েতে উপস্থিত ছিলেন সোনাক্ষীর দুই ঘনিষ্ঠ সতীর্থ, অদিতি রাও হায়দরি এবং হুমা কুরেশি। অদিতি বিয়েতে অংশ নেন প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে। 



আরও পড়ুন: Sonakshi-Zaheer Wedding: প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী হলেন সোনাক্ষী-জাহির, রেজিস্ট্রি বিয়ে হল, রাতে রিসেপশন


রেজিস্ট্রির জন্য সাদা এবং আইভরি রং বেছে নিয়েছিলেন সোনাক্ষী এবং জাহির। সোনাক্ষী বিয়েতে মা পুনমের আইভরি রংয়ের শাড়ি এবং গয়না পরেছিলেন। জাহিরের পরনে ছিল সাদা কুর্তা। একটি ছবিতে জাহিরকে সই করতে দেখা গিয়েছে। সোনাক্ষী দাঁড়িয়ে রয়েছেন পিছনে। দুই পাশে রয়েছেন শত্রুঘ্ন এবং জাহিরের বাবা। একটি ছবিতে সোনাক্ষীর হাতে ঠোঁট ছুঁইয়ে রয়েছেন জাহির। অন্যটিতে জাহিরের বক্ষলগ্না হয়ে রয়েছেন সোনাক্ষী।


আজ রাতে মুম্বইয়ে শিল্পা শোট্টির রেস্তরাঁয় সোনাক্ষী-জাহিরের রিসেপশনও রয়েছে, যেখানে গোটা বলিউডকে দেখা যাতে পারে বলে খবর। ইতিমধ্যেই সেখানে অতিথিদের আগমন শুরু হয়েছে। রেস্তরাঁর সাজসজ্জার ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। বলিউডের ছোট-বড় সব তারকাই নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আসতে পারেন বলে খবর।