বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: সমবায় সমিতির নির্বাচনকে (Co-operative election) কেন্দ্র করে তুলকালাম হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram)। ফল প্রকাশের পরেই গণ্ডগোল শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করার চেষ্টা করলে গেরুয়া শিবিরের লোকজনের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় (Police-BJP Clash)। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়।


আরও পড়ুন: Viral News: প্রেমের টানে ব্রাজিল থেকে নবদ্বীপ, লাল টুকটুকে বেনারসিতে গ্রামের বাঙালিবাবুকে বিয়ে বিদেশিনীর


স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার নন্দীগ্রামের হরিপুরের প্রিয়ানগরী সমবায় সমিতির নির্বাচন ছিল। দুপুরে ফলপ্রকাশ হতেই দেখা যায় ১২টি আসনের মধ্যে ১১টিতে জয়ী হয়েছে বিজেপি। এরপরই এক বিজেপি কর্মীর বিরুদ্ধে ওই এলাকায় গণ্ডগোল পাকানোর অভিযোগ আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করার চেষ্টা করলে তুলকালাম লেগে যায়। পুলিশের সঙ্গে তুমুল বচসা হতে হতে ধস্তাধস্তি শুরু হয়ে যায় স্থানীয় বিজেপি কর্মীদের। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ায়। এখনও ঘটনাস্থলে তীব্র উত্তেজনা রয়েছে।


বিজেপির অভিযোগ, লোকসভার পরে নন্দীগ্রামে সমবায় নির্বাচনেও হার মেনে নিতে পারছে না তৃণমূল কংগ্রেস। তাই ফলাফলে প্রকাশের পর বিজেপি প্রার্থীদের জয় তাদের সহ্য হচ্ছে না। সেই কারণে পুলিশকে ব্যবহার করে গেরুয়া শিবিরের কর্মীদের মিথ্যা অভিযোগে জেলে ঢোকানোর চেষ্টা হচ্ছে। কিন্তু, এভাবে তাদের দমানো যাবে না। 


প্রসঙ্গত উল্লেখ্য, জানুয়ারি মাসের ২১ তারিখ ভোট হওয়ার কথা ছিল হরিপুরের প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির। কিন্তু, প্রশাসনিক জটিলতার কারণে তা হয়নি। পরে কলকাতা হাইকোর্টে ২৫ মে ভোট করানোর নির্দেশ দিলেও পুলিশ যথেষ্ট বাহিনী না দিতে পারায় ফের তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত রবিবার ভোট শুরু হলে দেখা যায় ১২টি আসনের মধ্যে বিজেপি সবকটিতে প্রার্থী দিলেও তৃণমূল ১০টি ও বামফ্রন্টের তরফে তিনটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। আর ফলাফল প্রকাশের পর বিজেপি ১১টি আসনে জয়ী হতেই শুরু হয় তুমুল গণ্ডগোল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: BJP Worker Death: অস্বাভাবিক মৃত্য়ু বিজেপি কর্মীর, দেহ উদ্ধার নলহাটি স্টেশনের অদূরে