চুল কাটানোর সময় চোখে জল ক্যানসার আক্রান্ত সোনালি বেন্দ্রের
ছবি-সোনালি বেন্দ্রে ইনস্টাগ্রাম
বলিউড থেকে শুরু করে অনুরাগীরা সোনালির আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।
और जाने: কয়েকদিন আগে সোনালি তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। সেই খবর শুনে সবাই হতবাক হয়ে গিয়েছিলেন। গত মাসেও একটি টেলিভিশন অনুষ্ঠানে জাজ হিসেবে তাঁকে দেখা গিয়েছিল। তাঁর জায়গায় ওই অনুষ্ঠানে এখন নেওয়া হয়েছে হুমা কুরেশিকে।
সোনালি লিখেছেন, প্রত্যেকটা দিন নতুন চ্যালেঞ্জ ও জয়ের বার্তা নিয়ে আসে। আমি তা গ্রহণ করছি। আমি যেটা চেষ্টা করছি যে, ধারাবাহিকভাবে ইতিবাচক মনোভাব বজায় রাখা। এটাই আমার এখন পরিস্থিতির সঙ্গে লড়াই করার পদ্ধতি। এর মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা জানানোটাও ওই প্রক্রিয়ারই অঙ্গ। আমি আশা করতে পারি, এটা আপনাদের মনে করিয়ে দেবে যে, সবকিছু হারিয়ে যায়নি এবং কেউ, কোথাও বুঝতে পারবে যে আপনি কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন।
ছবি পোস্ট করে সোনালি লিখেছেন, গত কয়েকদিন এতে ভালোবাসা পেয়েছেন যে এতে তিনি অভিভূত। সোনালি আরও লিখেছেন, অন্যরা কীভাবে লড়াই করেছেন, তা তিনি জানেন। এর থেকে তিনি লড়াই চালিয়ে যাওয়ার সাহজ তিনি অর্জন করেছেন। বুঝেছেন যে, এই লড়াইয়ে তিনি একা নন।
সোনালি তাঁর এই ছবি ও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
গোল্ডি তাঁকে সামলানোর পর ফের চনমনে হয়ে ওঠেন সোনালি। তাঁকে বেশ মজা করতে দেখা যায়।
ছবিতে গোল্ডি বহলের সঙ্গে দেখা যাচ্ছে সোনালিকে।
সোনালির সঙ্গে ছিলেন তাঁর স্বামী গোল্ডি বহল। তিনি সোনালিকে সামলান।
নিজেকে সামলাতে পারেননি সোনালি। তাঁর চোখে জল চলে আসে।
শুরুতে সোনালিকে হাসতেই দেখা গিয়েছিল। কিন্তু পরে আবেগবিহ্বল হয়ে পড়েন।
ছবিগুলি সেই সময়ের যখন সোনালি চুল কাটাতে একটি সেলুনে গিয়েছিলেন।
এই ছবি দেখলে আবেগপ্রবণ হয়ে ওঠাটাই স্বাভাবিক।
বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে যখন তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানান, তা সবাইকে হতবাক করে দিয়েছিল। এখন অভিনেত্রীর চিকিত্সা চলছে নিউইয়র্কে। সেখানকার প্রথম ছবি আজ সোনালি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।