মুম্বই: গত ২০ অগাস্ট মা হয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কপূর (Sonam Kapoor)। জন্ম দিয়েছেন ফুটফুটে এক পুত্র সন্তানের। সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করে সুখবরটা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। আর আজ সন্তানের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। 


সন্তানের নাম এবং কেন এই নাম রাখা, তা জানালেন সোনম কপূর-


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে স্বামী, সন্তানের সঙ্গে ছবি পোস্ট করলেন সোনম কপূর। সঙ্গে লিখেছেন, 'শক্তির চেতনা, যা আমাদের জীবনে মানে খুঁজে দেয়। হনুমান ও ভীমের শক্তি যার মধ্যে বর্তমান। যে পবিত্র ও চেতনায় ভরপুর ও জীবনদায়ী। সেই বায়ু কপূর আহুজার জন্য সকলের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। হিন্দু পূরাণ অনুযায়ী বায়ু হল পঞ্চভূতের একটি। তিনি শ্বাস প্রশ্বাসের দেবতা। হনুমান, ভীম এবংমাধবের আধ্যাত্মিক পিতা। তার সঙ্গে অত্যন্ত শক্তিশালী। তিনি একদিকে যেমন জীবনদান করেন। তেমন একইসঙ্গে প্রাণ কেড়েও নিতে পারেন। বায়ু একইসঙ্গে সাহসী এবং সুন্দর। বায়ু এবং ওর পরিবারের সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।'


আরও পড়ুন - Gauahar Khan: মা হতে চলেছেন? সত্যিটা জানালেন গওহর খান


প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে মা হতে চলার কথা ঘোষণা করেন সোনম কপূর। বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য। স্বামী আনন্দ আহুজার সঙ্গে প্রেগন্যান্সি শ্যুটের ছবি পোস্ট করে অভিনেত্রী মাতৃত্বের কথা ঘোষণা করেন তিনি। ছবিতে স্পষ্ট ছিল তাঁর 'বেবি বাম্প'। এরপর একাধিক ফটোশ্যুটে সোনমের মাতৃত্বকালীন ঔজ্জ্বল্য নজর কেড়েছে সকলের। তারপর ২০ অগাস্ট এল সুখবর। আহুজা পরিবারে হাজির নতুন সদস্য।  এই সুখবর নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোনম কপূর। পোস্ট করে সোনম ও আনন্দ লেখেন, '২০.০৮.২০২২ তারিখে, আমরা নত মস্তকে এবং খোলা হৃদয়ে আমাদের সদ্যোজাত পুত্র সন্তানকে স্বাগত জানাই। প্রত্যেক ডাক্তার, নার্স, বন্ধু এবং পরিবার যাঁরা আমাদের এই সফরে সঙ্গী ছিলেন তাঁদের ধন্যবাদ। এই সবে শুরু কিন্তু আমরা জানি যে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল।' 


মাতৃত্বের খবর প্রকাশ্যে আনার কিছুদিনের মধ্যেই বিদেশের বাড়ি থেকে আহুজা দম্পতি ফিরে আসেন মুম্বইয়ে। সেখানেই তাঁর সাধের অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। কিন্তু আচমকা বাতিল হয়ে যায় জুলাই মাসের মাঝামাঝি হওয়ার কথা সেই অনুষ্ঠান। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, মুম্বইয়ের বাড়িতে সোনম কপূরের সাধের অনুষ্ঠানের (Sonam Kapoor Baby Shower) আয়োজন করা হয়েছিল। পরিবার, বন্ধুদের উপস্থিত থাকার কথা ছিল সেই অনুষ্ঠানে। কিন্তু জানা যায়, সেই অনুষ্ঠান আচমকা বাতিল করা হয়েছে। এর কারণ হিসেবে জানা যায়, সেই সময়ে দেশে ফের বাড়তে শুরু করেছিল করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণের হার। মুম্বই-সহ দেশের বিভিন্ন প্রান্তে ফের চোখ রাঙাতে শুরু করে করোনা (Covid19) অতিমারির সংক্রমণ। আর সেই কারণেই মূলত বাতিল করা হয় সোনম কপূরের সাধ ভক্ষণের অনুষ্ঠান।