কলকাতা: জাতীয় মূক ও বধির ক্রিকেট সংস্থার (Indian Deaf Cricket Association) সঙ্গে যুক্ত হল দেশের প্রথম সারির মোটরসাইকেল নির্মাতা সংস্থা হিরো। তারা সমর্থনের হাত বাড়িয়ে দিল আইডিসিএ-র দিকে।


‘খেলো হিরো’ নামে একটি উদ্যোগ নিয়েছে হিরো। তার অংশ হিসাবেই আইডিসিএ-র সঙ্গে যুক্ত হল তারা। ১ থেকে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হচ্ছে বধিরদের ক্রিকেটারদের চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই প্রতিযোগিতার আগে সংস্থার তরফে ক্রিকেটারদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আইডিসিএ-র চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) রোমা বলওয়ানি বলেছেন, 'আমাদের সঙ্গে হিরোর এই চুক্তি ক্রিকেটারদের প্রস্তুতিতে সাহায্য করবে। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই নয়, আগামী দিনেও এই সমর্থন আমাদের কাজে লাগবে।'


ভারতের বধির ক্রিকেটারদের সমর্থন করার জন্য সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন আইডিসিএ-র প্রেসিডেন্ট সুমিত জৈন। ওই মোটরসাইকেল নির্মাতা সংস্থার অন্যতম কর্তা ভরতেন্দু কবি বলেছেন, 'আমি বিশ্বাস করি এই ক্রিকেটাররা দেশের নাম উজ্জ্বল করবে। আইডিসিএ-র সঙ্গে যুক্ত হয়ে আমরাও খুশি।'


আরও পড়ুন: সৌরভদের পরামর্শে ক্রিকেটের নিয়মে একগুচ্ছ বদল, লালার ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ


বোলার কোহলি


অতীতে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলিকে (Virat Kohli) মাঝেমধ্যেই নিজের অদ্ভুত বোলিং অ্যাকশনে বল করতে দেখা যেত। তবে দিন যত গিয়েছে, সেই দৃশ্য ততই দুর্লভ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে তো ভারতের তারকা ক্রিকেটারকে কার্যত বল হাতে দেখাই যায় না। তবে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি (IND vs AUS 1st T20I) ম্যাচের আগে ভারতীয় অনুশীলনে আধা ঘণ্টা ধরে নাগাড়ে বোলিং করে গেলেন কোহলি। এর পরেই জোর চর্চা, তাহলে কি অজিদের বিরুদ্ধে 'ষষ্ঠ বোলার' হিসাবে কোহলিকেই ব্যবহার করতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 


বছর তিনেক আগে বিরাট কোহলি নিজেই জানিয়েছিলেন তাঁর পিঠের চোটের জন্য সম্ভবত তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে কখনও বোলিং করবেন। তবে এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে হাত ঘোরাতে দেখা গিয়েছিল কোহলিকে। এবারে নেটেও দীর্ঘ সময় বোলিং করলেন কোহলি। তাই অনেকেই মনে করছেন হয়তো প্রয়োজন হলে কোহলিকে পরিস্থিতি বুঝে এক আধ ওভার বোলিং করালেও করানো হতে পারে। তবে আদৌ কোহলি বোলিং করবেন কি না, তা ম্যাচ শুরু হলে তবেই বোঝা যাবে। অবশ্য একটা বিষয় স্পষ্ট, বিশ্বকাপে কোহলি নয়, বরং কেএল রাহুল এবং রোহিত শর্মাই ভারতের হয়ে ব্যাটিং ওপেন করবেন।