মুম্বই: বলিউড অভিনেত্রী সোনম কপূর (Sonam Kapoor) জীবনের বিশেষ মুহূর্ত কাটাচ্ছেন। ২০২১-এ তিনি মা হয়েছেন। তাঁর এবং আনন্দ আহুজার জীবনে এসেছে পুত্র সন্তান বায়ু। সন্তানকে নিয়েও এখন ব্যস্ত তিনি। পাশাপাশি অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন ছবি পোস্ট করছেন। সম্প্রতি শোনা গিয়েছে যে, মুম্বইয়ের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি বিক্রি করে দিয়েছেন অভিনেত্রী। জানেন, বহুমুল্যের এই সম্পত্তি বিক্রি করে কত টাকা পেলেন সোনম?
বাড়ি বিক্রি করলেন সোনম-
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, মুম্বইয়ের সিগনেচার আইল্যান্ডে তাঁর যে বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি ছিল, সেটি তিনি বিক্রি করে দিয়েছেন। বান্দ্রা কুরলা কমপ্লেক্সের কাছে এই অ্যাপার্টমেন্টটিতে রয়েছে চারটি কার পার্কিং স্লট। ৫ হাজার ৫৩৩ স্কোয়্যার ফুটের এই ফ্ল্যাটটি বিক্রি করলেন তিনি ৩২ কোটি টাকায়। জানা গিয়েছে, গত ২৯ ডিসেম্বর সমস্ত নথিপত্র আদান প্রদান হয়েছে। ২০১৫ সালে এই বাড়িটি কিনেঠিলেন সোনম। সেসময়ে এটির দাম পড়েছিল ১৭ থেকে ১৮ কোটি টাকার মতো।
আরও পড়ুন - Gurmeet Choudhary: নিজেই নিজেকে আঘাত করে আহত গুরমিত চৌধুরী