কলকাতা: পায়ে পায়ে মাতৃত্বের বয়স হয়ে গেল ৬ মাস। বলিউড নায়িকার ধ্যানজ্ঞান জুড়ে এখন কেবল একরত্তি সন্তান। নিজের খেয়াল রাখার পাশাপাশি খুদের বায়ুকেও যত্নে বড় করছেন মা সোনম কপূর (Sonam Kapoor)। সোশ্যাল মিডিয়ায় সেই সফরের এক টুকরো ভিডিও শেয়ার করে নিলেন অনিল কন্যা।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ও একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সোনম। সেখানে দেখা যাচ্ছে, বায়ুকে কোলে নিয়ে বসে আছেন সোনম। অপর ভিডিওতে দেখা যাচ্ছে, মাটির ওপর উল্টে পাল্টে খেলা করছে সোনম আর আনন্দ আহুজার ছেলে (Anand Ahuja) বায়ু। ক্যাপশনে সোনম লিখেছেন, 'বায়ুর ৬ মাস। আমি পৃথিবীর সেরা কাজটি করছি। আমার জীবনের সেরা আশীর্বাদ এটা। তোমায় ভালবাসি আমার ছোট্ট ছেলে। আমি আর তোমার বাবা আর কিচ্ছু প্রত্যাশা করতে পারি না।'
আরও পড়ুন: Dhanush Dream House: চেন্নাইয়ে বাবা-মাকে বিলাসবহুল বাড়ি উপহার ধনুশের, গৃহপ্রবেশের ছবি ভাইরাল
আপাতত বায়ুকে নিয়েই সময় কাটাচ্ছেন নায়িকা। রূপোলি পর্দা থেকে তাঁর সাময়িক বিরতি। নেটফ্লিক্সের একে ভার্সেস একে (AK vs AK)-কে শেষবার দেখা গিয়েছিল সোনমকে। আগামীতে সোনমকে সুজয় ঘোষের 'ব্লাইন্ড'-এ দেখা যাবে। একটি সাক্ষাৎকারে নীরজা অভিনেত্রী সোনম বলেছিলেন, 'আমি অনেকটা অল্প বয়স থেকেই অভিনয় করছি। এই বিরতিটা বেশ সুখকর ছিল। তবে আমি এবার কাজে পুরোপুরিভাবে ফিরতে চাই। আমি মাতৃত্বের আগে যে যে ছবিতে অভিনয় করেছি সেগুলি এখন মুক্তি পাচ্ছে। আমি সুজয় ঘোষের ছবিটা নিয়ে ভীষণ আগ্রহী।'