নয়াদিল্লি: বসন্ত চলে গেলেও, অভিনেত্রীর সোনাম কপূরের জীবনে কিন্তু এখন বসন্তেরই ছোঁয়া। সেই রেশে বয়ফ্রেন্ড আনন্দ অহুঝার সঙ্গে ঘনিষ্ঠমুহূর্তের একটি ছবিও পোস্ট করলেন অভিনেত্রী।





আপতত প্রেমের সাগরে ভাসছেন আনন্দ-সোনাম। মাঝেমধ্যেই প্রেমিকার সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন আনন্দ। তবে এখনও পর্যন্ত ইন্সটাগ্রামে শেয়ার করা এটাই দুজনের সবচেয়ে সুন্দর মিষ্টি মুহূর্তের ছবি।

প্রথমে নিজের ব্যক্তিগত জীবনের বিষয় গোপনীয়তা বজায় রাখলেও, এখন তিনি প্রকাশ্যেই এনে ফেলেছেন তাঁদের লভ লাইফ। সম্প্রতিই সোনাম তাঁর ৩২ বছরের জন্মদিন পালন করলেন। পার্টি দিয়েছিলেন তাঁর বয়ফ্রেন্ড আনন্দই।