মুম্বই: ঠিক আজকের দিনেই একবছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। আজ 'রালিয়ার' প্রথমবারের বিবাহবার্ষিকীতে ইন্সটায় শুভেচ্ছা জানিয়েছেন আলিয়ার ভাটের মা সোনি রাজদান ( Soni Razdan )।
প্রসঙ্গত, আলিয়া ভট্ট যখন মাত্র ১১ বছর বয়সের ছিলেন, তখন থেকেই রণবীর কপূরের প্রতি তাঁর ভালোলাগা ছিল। জানা যায়, রানি মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চন অভিনীত 'ব্ল্যাক' ছবিটি যখন তৈরি হচ্ছে, সেই ছবিতে সহকারী পরিচালক হিসেবে ছিলেন রণবীর কপূর। আর ওই ছবিতেই অডিশন দিতে আসেন আলিয়া। সেই সময় রণবীরকে দেখে ভালোলেগে যায় আলিয়ার। এই ঘটনার বেশ কিছু বছর পর ২০১৪ সালে বলিউডে আত্মপ্রকাশ হয় আলিয়া ভট্টের।
পরবর্তীকালে 'কফি উইথ করণ'-এ একবার অভিনেত্রী প্রকাশ্যে রণবীর কপূরকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। সেই সময় অভিনেত্রী 'হাইওয়ে' ছবির প্রোমোশনে দেখা যায় রণবীরকে। শোনা যায়, ২০১৭ সালে 'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিংয়ের সেট থেকেই শুরু হয় তাঁদের প্রেম। আর দুই তারকাকে একসঙ্গে প্রথমবার দেখা যায় সোনম কপূরের রিসেপশনে।
আরও পড়ুন, 'তোমাকে প্রচণ্ড মিস করি', বন্ধু সতীশ কৌশিকের জন্মবার্ষিকীতে আবেগঘন অনিল কপূর
গত ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর কপূর (Ranbir Kapoor) এবং আলিয়া ভট্ট (Alia Bhatt)। বলিউডের আর দশটা বিয়েকে সহজেই টেক্কা দেবে, এমনই চোখ ধাঁধানো আয়োজনেই বিয়ে হয়েছে তাঁদের। বিয়ের উৎসবের মাঝে গতবছর যে বিয়ের ছবি ও ভিডিও যেগুলো প্রকাশ্যে এসেছিল, তা দেখে তেমনটাই মত নেট দুনিয়ার 'রালিয়া' অনুরাগীদের।
গতবার বিয়েতে আইভরি অর্গাঞ্জা শাড়িতে সেজেছিলেন আলিয়া ভট্ট। অপরদিকে, সিল্কের শেরওয়ানিতে বাজিমাত করেছিলেন রণবীর কপূর । রোম্যান্টিকতা ছড়িয়ে ছিল বিয়ের উৎসব। বিয়ে শেষ হতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেবার নানা ছবি পোস্ট করেছিলেন আলিয়া ভট্ট। তারপর প্রকাশ্যে এনেছিলেন মেহেন্দির ছবিও। দেখতে দেখতে ১ বছর পার। এদিন তাঁদের প্রথম বিবাহ বার্ষিকীতে ইন্সটায় তিনটি রোমান্টিক ছবি শেয়ার করলেন আলিয়া। একটি মুখে হলুদ মাখা অবস্থায় আলিয়ার সঙ্গে রয়েছেন রণবীর কপূর।