কলকাতা: 'কাছের মানুষ' (Kacher Manush)-এর মুক্তি দাও গানটি তৈরির পর থেকেই বেশ মনে ধরেছিল ছবির নায়িকা ইশা সাহা (Ishaa Saha)-র। সোনু নিগমের গলার মাদকতায় সেই গান যেন প্রাণ পেল। আর সেই গান শুনে নায়িকার মনে হল, নিজেই একবার গানটা রেকর্ড করবেন। কিন্তু তাঁর গান বলতে ছোটবেলার স্কুলের সেই অনুষ্ঠান। হোক না, যেমন ভাবা তেমন কাজ। উৎসাহ দিলেন নায়ক-প্রযোজক দেবও। ইশার গলায় রেকর্ড হল 'মুক্তি দাও'। এই পর্যন্ত ঘটনাকে বলা যায়, ইশার শখপূরণ। কিন্তু সেই শখ যে স্বপ্নপূরণও করবে, ভাবতে পারেননি ইশা।                                                                                                                           


নায়িকার প্রোফাইল খুললেই এখন ঝলমল করে উঠছে সোনু নিগমের প্রশংসার একটা স্ক্রিনশট। ইশার গানটির প্রশংসা করে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোনু নিগম। সেই পোস্টকেই প্রোফাইলে পিন করে রেখেছেন ইশা, ঠিক যেমন মানুষ ফ্রেমে সাজিয়ে রাখে ভালবাসার মুহূর্তদের। এবিপি লাইভকে ইশা বলছেন, 'ছোটবেলায় স্কুলের অনুষ্ঠানে কোরাসে গান গেয়েছি। তার বাইরে আমায় বাথরুম সিঙ্গারই বলা যেতে পারে। এই গানটা যখন রেকর্ড হল, আমি বলেছিলাম, ৯০ এর দশকের নস্ট্যালজিয়া যেন ফিরিয়ে দিলেন সোনু। তখনই ঠিক করি আমি গানটা গাইব আর সেটা সোনু নিগমকে পাঠানো হবে। শুধু ওঁর জন্যই গাইব। খুব মজা করেই রেকর্ডিং করা হয়। দেব ভীষণ উৎসাহ দিয়েছিল। ওর বিশ্বাস ছিল আমি খারাপ গাইব না।'                                                             


আরও পড়ুন: Shehzada Trailer: অ্যাকশন অবতারে কার্তিক! প্রকাশ্যে 'শেহজাদা'র ট্রেলার


ইশা বলে চলেছেন, 'স্টুডিওতে ঢুকে বুঝলাম, গান গাওয়াটা কিন্তু বেশ কঠিন। যাব আর গেয়ে ফেলব এরকম হয় না। নীল খুব সাহায্য করেছে। আমি সঙ্গীতশিল্পী নই, আমার গলায় এত কাজ নেই। গাইলাম, মজা লাগল প্রথম অভিজ্ঞতা। তারপর সোনু নিগম যখন শেয়ার করলেন গানটা, আমি তো অবাক। ওঁর সঙ্গে মিউজিক রিলিজে দেখা হয়েছিল আমার, তবে সেভাবে আলাপ হয়নি। উনি হয়তো জানেন ও না আমি এই ছবিতে কাজ করেছি। ভিডিও দেখে বোধহয় উনি চিনতে পারেননি আমায়। হঠাৎ দেখেই হয়তো শেয়ার করেছিলাম। তবে আমার গান করার শখ পূরণ হয়ে গিয়েছে।'


'মিথ্যে প্রেমের গান'-এ অভিনয় করছেন ইশা। এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে গানের। ইশাকেও কী গান গাইতে শোনা যাবে? অভিনেত্রী বলছেন, 'আমার বিপরীতে কাজ করছেন অনির্বাণ ভট্টাচার্য্য। ওঁর চরিত্র একজন সঙ্গীতশিল্পীর। তবে আমার চরিত্র গান গায় না, ফলে ছবিতে আমার গলায় গান শোনার কোনও প্রশ্নও নেই।'