কলকাতা: হাজির জোড়া কেক, হাজির বন্ধুরাও। সুরেলা জন্মদিন পালন করছেন সঙ্গীতশিল্পী কুমার শানু। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিলেন সোনু নিগম। গোটা আয়োজনের পিছনে ছিলেন আরেক সঙ্গীতশিল্পী। অভিজিৎ ভট্টাচার্য্য।


গতকাল অর্থাৎ বুধবার জন্মদিন ছিল কুমার শানুর। সেইদিন তাঁকে নিজের বাড়িতে এনেছিলেন অভিজিৎ। একই পেশার সঙ্গে যুক্ত এই দুই গায়কের মধ্যে নাকি দ্বন্ধ রয়েছে? সব প্রশ্নের জবাব যেন এইদিন দিয়ে দিলে অভিজিৎ। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনু নিগম ও অলকা ইয়াহনিক।


এদিন অভিজিৎ-এর বাড়িতে হাজির হয়েছিল দুটো কেক। হ্যাপি বার্থডে গান গেয়ে সেই কেক কাটেন কুমার শানু। শানু ও সোনুর মধ্যে বসে তাদের কাঁধে হাত দিয়ে বসেন অভিজিৎ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে সেই ভিডিও। সোনু লিখেছেন, 'শানুদার বিশেষ দিনে, অভিজিৎদার বাড়িতে।'


সম্প্রতি বাপ্পি লাহিড়ীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন কুমার শানু। সুপার সিঙ্গার এর মঞ্চে বিচারক হিসাবে রয়েছেন কুমার শানু। তিনি ছাড়াও সঙ্গীতের এই রিয়্যালিটি শো-এর বিচারক সোনু নিগম ও কৌশিকী চক্রবর্তী। এখানে উদযাপন হচ্ছে বাপ্পি লাহিড়ী স্পেশাল এপিসোড। আর সেখানেই এসে কুমার শানু শোনালেন নিজের অভিজ্ঞতার কথা। সঙ্গীতশিল্পী বলছেন, 'বাপ্পি লাহিড়ীর সঙ্গে গান রেকর্ডিং। যথাসময়ে স্টুডিওতে হাজির হয়েছি আমি। ১০ মিনিটের মধ্যেই বাপ্পিদা চলে এলেন। এসেই কলাকুশলীদের প্রশন করলেন, ট্র্যাক তৈরি আছে? তাঁরা উত্তর দিল, কেবল মুখরাটুকুই তাঁদের দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। তাই সেটুকুর ট্রাক তৈরি হয়েছে। আমি তো শুনে অবাক। গান গাইতে এসেছি অথচ গানই তৈরি নেই! আমি বললাম, বাপ্পিদা, গান তৈরি হলে আমি আসব না হয়। সেটা ওনাকে বলাতে বাপ্পিদা বললেন, 'না শানু, তুই গেলে তোকে আর পাওয়া যাবে না। আমায় ১০ মিনিট দে। ওখানে বসে সত্যিই ১০ মিনিটে উনি অন্তরা বানিয়ে ফেললেন। তারপর একটা কর্ডের ওপর গেয়ে গানটা রেকর্ড করে দিলেন। তারপর আমায় গান শেখাতে শুরু করলেন। এইভাবেই কাজ করতেন বাপ্পি লাহিড়ী।'