Sonu Sood: ২৫০০ কেজি চাল দিয়ে ফুটিয়ে তোলা হল সোনু সুদের প্রতিকৃতি, ভিডিও শেয়ার করলেন আপ্লুত অভিনেতা

Sonu Sood News: একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল। ১ একর জমির ওপর ২৫০০ কেজি চাল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে সোনু সুদের প্রতিকৃতি

Continues below advertisement

কলকাতা:  এ যেন ছোটবেলার দেখা 'ম্যাড' (M.A.D) অনুষ্ঠানের সেই 'বিগ পিকচার'। শিল্পীর হাতে যত্নে ফুটে উঠবে কোনও এক ছবি.. কারও মুখ, কোনও বার্তা। ১ একর জমির ওপর ২৫০০ কেজি চাল দিয়ে ফুটিয়ে তোলা হল সোনু সুদ (Sonu Sood)-এর এক বিশাল বড় প্রতিকৃতি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিলেন আপ্লুত অভিনেতা। 

Continues below advertisement

একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল। ১ একর জমির ওপর ২৫০০ কেজি চাল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে সোনু সুদের প্রতিকৃতি। সোনু এই ভিডিও শেয়ার করে নিয়ে লিখেছেন, ২৫০০ কেজি চাল, ১ একর জমি এবং নিঃশর্ত ভালবাসা। সেইসঙ্গে সোনু লিখে দিতে ভোলেননি যে, এই ছবি তৈরি করার পরে, নষ্ট করা হয়নি একটুও চাল। তা মানুষদের মধ্যে দান করে দেওয়া হয়েছে। 

করোনা পরিস্থিতিতে মানুষের 'মসিহা' হয়ে কাজ করেছিলেন সোনু সুদ। হাজার হাজার পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, তাঁদের অন্ন-বস্ত্র সংস্থানেরও ব্যবস্থা করেছিলেন। করোনাকালে তিনিই আদর্শ হয়ে উঠেছিলেন দেশের লাখ লাখ মানুষের। পেয়েছিলেন ভালবাসাও। বড়পর্দার ভিলেনকে এমন করে বাস্তবের নায়ক হয়ে উঠতে দেখতে সবাই অভ্যস্থ নয় হয়তো। কিন্তু সোনু হয়ে উঠেছিলেন হাজার হাজার মানুষের আশার আলো। বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে মানুষদের উপকার করে গিয়েছেন সোনু। সেই ধারা বজায় রয়েছে এখনও। সোনুর সেই কাজকে সম্মান জানাতেই তৈরি করা হয়েছে এই বিশাল প্রতিকৃতি।

২০০৪ সালে রিলিহ হওয়া ছবি 'যুবা' ছবি সোনু সুদের কেরিয়ারের বড় ব্রেক। মণি রত্নম পরিচালিত এই ছবিতে নজর কেড়েছিলেন সোনু। এরপর আর ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। প্রাথমিক ভাবে মুম্বইয়ে পা রাখলেও বলিউডের আগে দক্ষিণী ছবির জগতেই অভিষেক হয়েছিল তাঁর। তেলুগু ছবি Kallajagaar- তে দেখা গিয়েছিল তাঁকে। এর তিন বছর পর সুযোগ পান 'যুবা'- তে। বড় পর্দায় ভগৎ সিংয়ের চরিত্রেও অভিনয় করেছেন সোনু সুদ। ভিলেন ছাড়া অন্যান্য চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। এমনকি কমেডি চরিত্রেও অভিনয় করেছেন সোনু সুদ। স্ক্রিন শেয়ার করেছেন শাহরুখ খানের সঙ্গেও।

আরও পড়ুন: Sushmita Sen: সুস্মিতার শপিং পার্টনার মেয়ে আর রোহমান, অসুস্থতাই ফেরাল প্রাক্তন প্রেমিককে?

 

Continues below advertisement
Sponsored Links by Taboola