মুম্বই: চলন্ত ট্রেনের দরজায় বসে সোনু সুদ (Sonu Sood)। বসে রয়েছেন হাসছেন। ঝুঁকে পড়ে দেখছেন প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে নিয়েছিলেন অভিনেতা নিজেই। তবে তাঁর শেয়ার করা এই উচ্ছ্বল ভিডিওকে মোটেই ভাল চোখে দেখল না উত্তর রেলওয়ে (Northern Railway)। 


সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সোনু। তবে ক্যাপশানে কিছু লেখেননি, কেবল একটি ট্রেনের ছবি দিয়েছে। এই ভিডিওটি করা গত বছরের শেষের দিকে। ট্যুইটারে এই ভিডিও শেয়ার করে নিয়েছিলেন অভিনেতা। আর সেই ভিডিওই রিট্যুইট করে নিজেদের বক্তব্য রেখেছে উত্তর রেলওয়ে। সোনু সুদকে রোল মডেল বা আদর্শ হিসেবে উল্লেখ করে রেলওয়ের বার্তা, এই ধরণের ভিডিও তাঁর অনুরাগীদের ও সাধারণ মানুষের কাছে রেল সফর সম্পর্কে ভুল বার্তা পৌঁছে দিতে পারে। 


সোনু সুদ আদর্শ একটা একবাক্যে স্বীকার করবে গোটা দেশ। করোনাকালে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য তাঁর অক্লান্ত পরিশ্রম মনে রাখবে গোটা দেশ। খাবার ব্যবস্থা করা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার জন্য ট্রেন, বাস এমনকি বিমানের ব্যবস্থাও করেছিলেন সোনু সুদ। করোনাকালে তিনি কার্যত হয়ে উঠেছিলেন 'মসিহা'। 


আরও পড়ুন: Rishabh Pant: দূরত্ব ক্রমেই কমছে, পন্থকে দেখতে কি হাসপাতালে ছুটে গেলেন উর্বশী রাউতেলা?


তিনি যা করেন, তাঁকে আদর্শ হিসেবে ভেবে নেন অনেকেই। আর সেই কথা মাথায় রেখেই এই বার্তা দিয়েছিল উত্তর রেলওয়ে। কিন্তু তিনি সোনু সুদ। নম্র ব্যবহার তাঁর স্বভাবসিদ্ধ। উত্তর রেলওয়ের সেই বার্তার উত্তর দিয়ে তিনি লেখেন, 'আমি ক্ষমাপ্রার্থী এই ধরনের কাজ করার জন্য। আমাদের দেশে রোজ লাখ লাখ মানুষ ট্রেনের দরজায় এভাবেই বসে সফর করেন। আমি ট্রেনের দরজায় বসেছিলাম কেবল বোঝার জন্য, সেইসব মানুষদের ঠিক কেমন অনুভূতি হয়। এই বার্তার জন্য আর ভারতীয় রেল পরিষেবাকে আরও উন্নত করার জন্য অনেক ধন্যবাদ।'