মুম্বই: করোনা-কালে সোনু সুদের মানবিকতার বহু পরিচয় পেয়েছে দেশ। পর্দার খলনায়ক কখনও ঝাঁপিয়ে পড়েছেন ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর বন্দোবস্ত করতে, কখনও আবার কর্মহীনকে কাজের ব্যবস্থা করে দিয়েছেন। এমনকী, যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার পথে প্রাণ হারিয়েছিলেন, তাঁদের অনেকের পরিবারের কাছে মাসিক ভাতা পৌঁছে দেন ‘দবং’ সিনেমার পালোয়ান খলনায়ক ‘ছেদী সিংহ’।
ফের একবার সোনুর মানবিক চেহারা দেখল দেশ। হিমাচলপ্রদেশের কৃষক কুলদীপ কুমারের মেয়ে অনু পড়ে চতুর্থ শ্রেণিতে। ছেলে বংশ পড়ে দ্বিতীয় শ্রেণিতে। করোনা আবহে তাদের স্কুল বন্ধ। ক্লাস শুরু হয়েছে অনলাইনে। যার জন্য দরকার স্মার্ট ফোন। অথচ দরিদ্র পরিবারে স্মার্ট ফোন কেনা বিলাসিতা। অত অর্থই বা কুলদীপ পাবেন কোথায়!
অগত্যা ছেলে-মেয়েদের পড়াশোনার সুবিধার জন্য স্মার্ট ফোন কিনতে নিজের পোষা গরু ৬ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেন কুলদীপ। সেই খবর সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন এক ব্যক্তি। পোস্টটি চোখে পড়ে সোনুর। তিনি ওই কৃষকের বিবরণ চান। তাঁকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন অভিনেতা।
সন্তানদের অনলাইন ক্লাসের জন্য স্মার্ট ফোন কিনতে গরু বিক্রি কৃষকের, খবর পেয়ে পাশে দাঁড়ালেন সোনু সুদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jul 2020 10:28 PM (IST)
ছেলে-মেয়েদের পড়াশোনার সুবিধার জন্য স্মার্ট ফোন কিনতে নিজের পোষা গরু ৬ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেন কুলদীপ।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -