মুম্বই: নিজের পরবর্তী ছবি ‘পানি’-র জন্য সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অনেকখানি কথা এগিয়ে গিয়েছিল পরিচালক শেখর কপূরের। ছবিটা আর হয়নি ঠিকই, কিন্তু সুশান্তের খুব নিকটজন হয়ে গিয়েছিলেন তিনি অল্প সময়ের মধ্যে। সে জন্য সুশান্ত চলে যাওয়ার পর তাঁকে বার বার মিস করছেন শেখর। এবার তিনি ট্যুইট করে বলেছেন, যদি পানি ছবিটা তিনি কোনও দিন করতে পারেন তবে তা উৎসর্গ করবেন সুশান্তকে।


অভিনেতা মারা যাওয়ার পর শেখর ট্যুইটও করেছিলেন যে, তিনি কাছে থাকলে হয়তো সুশান্ত অনেক কথা শেয়ার করতে পারতেন এবং এই পরিণতি হতো না। পাশাপাশি ইন্ডাস্ট্রিতে কারা সুশান্তকে কষ্ট দিয়েছে, তাও তিনি জানেন বলে ট্যুইটে দাবি করেছিলেন শেখর। তারই ভিত্তিতে কিছুদিন আগে বান্দ্রা থানার পুলিশ তাঁর বয়ান রেকর্ড করে।



শেখরের সঙ্গে সুশান্তের পানি ছবিটি করার কথা ছিল যশরাজ ফিল্মসের ব্যানারে। এই হাউজের হয়ে ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ এবং ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’ করেছিলেন সুশান্ত। ‘পানি’ তাঁর তৃতীয় ছবি হতে যাচ্ছিল যশরাজের সঙ্গে। কিন্তু ইন্ডাস্ট্রির খবর, ‘ছিছোড়ে’ ছবিটির পর গত ৬-৭ মাসে বেশ কয়েকটি ছবি নিয়ে কথা হওয়ার পরেও সবকটি হাতছাড়া হয়ে যায়। তা থেকেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত।

সুশান্তর সঙ্গে পানি ছবিটি না হওয়া নিয়ে বেশ যন্ত্রণায় আছেন শেখর। তিনি জানিয়েছেন যে, পানি প্রোজেক্টটি গত ১৫ বছর ধরে তাঁর মাথায় ঘুরছে। কিন্তু হয়ে ওঠেনি। সুশান্তকে দেখার পরই তাঁর মনে হয়েছিল যে, এ ছবি এই ছেলেটিকে দিয়েই ঠিকমতো হবে। কিন্তু হল না কাজ শুরু। আর সে কারণেই যদি কখনও কাজটা সত্যি শেষ করতে পারেন, তবে তা সুশান্তকেই উৎসর্গ করবেন বলে জানিয়েছেন শেখর। পাশাপাশি তিনি ট্যুইটারে এ-ও লিখেছেন, 'তবে সিনেমাটি তৈরি করলে তা এমন কোনও পার্টনারের সঙ্গে করব, যারা মানবিক, উদ্ধত নয়।' সরাসরি নাম না করলেও ওয়াকিবহাল মহলের মতে, যশরাজ ফিল্মসকে বিঁধেছেন পরিচালক।