মুম্বই: এড়ানো গেল না রক্তক্ষয়ী যুদ্ধ (Russia-Ukraine Conflict)। রাষ্ট্রপুঞ্জের হুঁশিয়ারি অগ্রাহ্য করে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করল রাশিয়া। পূর্ব ইউরোপের ক্রিমিয়া দিয়ে ইউক্রেনে ঢুকল রুশ সেনা। এরপরই রাজধানী কিয়েভ, খারকিভ-সহ একাধিক শহরে শোনা গেল একের পর এক বিস্ফোরণের শব্দ। ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেন নিয়ে কোনও বিদেশি শক্তি নাক গলালে তার ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যুদ্ধের প্রস্তুতি হিসেবে আগেই ইউক্রেন সীমান্তে এয়ারস্পেস বন্ধ করেছে রাশিয়া। ইউক্রেনও তাদের ৩টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। গোটা দেশে জারি হয়েছে জরুরি অবস্থা। এমন পরিস্থিতিতে দেশের সরকারের কাছে বিশেষ আর্জি জানালেন বলিউড অভিনেতা সোনু সুদ (এদলহ এদদ্)।


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সোনু সুদ একটি পোস্ট করেছেন। ভারতীয় দূতাবাসের উদ্দেশে পোস্ট করা বার্তায় বিশেষ আর্জি জানিয়েছেন অভিনেতা। সেখানে তিনি লেখেন, 'ইউক্রেনে এই মুহূর্তে প্রায় ১৮ হাজার ছাত্রছাত্রী ও অনেক পরিবার আটকে রয়েছে। আমি নিশ্চিত সরকার তাঁদেরকে সুরক্ষিতভাবে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার যথাসম্ভব চেষ্টা চালাচ্ছে। ভারতীয় দূতাবাসের কাছে আমি আর্জি জানাব, ওখানে আটকে থাকা ছাত্রছাত্রী ও বহু পরিবারকে সুরক্ষিত পথে দেশে ফিরিয়ে নিয়ে আসার অন্য কোনও রাস্তা বের করতে।' 



এর আগেও করোনা পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া বহু মানুষকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য অনেক কিছু করেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। তাই আজ এমন পরিস্থিতিতে তাঁর এমন আর্জি অনুরাগীদের মন ভালো করে দিয়েছে।


আরও পড়ুন - Bollywood Celebrity Updates: একসঙ্গে পথ চলার ২৩ বছর পার, বিবাহবার্ষিকীতে খুনসুটি অজয়-কাজলের


প্রসঙ্গত,  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি (Russia-Ukraine Conflict) নিয়ে আজ রাতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে কথা বলতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। সূত্রের খবর এমনই। এর আগে আজ ইউক্রেনের পক্ষ থেকে পুতিনের সঙ্গে মোদির আলোচনার অনুরোধ জানানো হয়। নয়াদিল্লিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পলিখা বলেন, ‘বিশ্বের খুব কম নেতার কথাই শোনেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁদেরই একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা উচিত।’