মুম্বই: রোহিত শেট্টি পরিচালিত সূর্যবংশী( Sooryavanshi) গতকাল শুক্রবার  মুক্তি পেয়েছে। এর আগে গত ১৮ মাস ধরে এই সিনেমার মুক্তি নিয়ে বিভিন্ন ধরনের বাধার সামনে পড়তে হয়েছে। অবশেষে গতকাল অপেক্ষার অবসান হয়েছে। আর কথায় আছে, সবুরে মেওয়া ফলে। এক্ষেত্রেও এই সিনেমা প্রথম দিনেই সমালোচক ও দর্শকদের মন কেড়েছে।  ৬৬ দেশে ১৩০০ পর্দায় এই সিনেমা মুক্তি পেয়েছে। ভারতে এই অ্যাকশন দৃশ্যে ভরপুর সিনেমা ৪০০০ পর্দায় মুক্তি পেয়েছে। বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সূর্যবংশী বক্স অফিসে প্রাণ ফিরিয়েছে।  প্রাথমিক হিসেবে অনুযায়ী, প্রথম দিনেই এই সিনেমার ব্যবসা ২৬ কোটি টাকার মতো হয়েছে বলে মনে করা হচ্ছে।


সিংঘম, সিম্বা-র মতোই রোহিত শেট্টির পরিচিত ছকের কপ ইউনিভার্স সিনেমা।  অ্যাকশন, রোমান্স, হাসি-মজা, ও রোমাঞ্চের মতো টানটান প্যাকেজ এই সিনেমা।  প্রথম দিনেই যা ইঙ্গিত মিলেছে, তাতে  রূপোলি পর্দায় বলিউডের দীপাবলি উদযাপনের পক্ষে বেশ উৎসাহব্যঞ্জক। 


প্রথম দিনের ব্যবসা প্রসঙ্গে সিনিয়র ট্রেড অ্যানালিস্ট তথা চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ বলেছেন,  এটা দারুণ শুরু। মহারাষ্ট্রে এখনও হলে ৫০ শতাংশ দর্শকের প্রবেশাধিকার রয়েছে। এখানেই সিনেমার সবচেয়ে বড় বাজার। সিনে ইন্ড্রাস্ট্রির আয়ের ৩৫-৪০ শতাংশ এখান থেকেই আসে। তাই প্রথম দিনের ইঙ্গিতটা খুবই ভালো। আমার মনে হয়, প্রথম দিনে সিনেমার ব্যবসা ৩০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। যা খুবই ভালো।


আর এক বিশ্লেষক কোমল নহাটার গলাতেও একই ধরনের সুর শোনা গিয়েছে। তিনি বলেছেন, সূর্যবংশী-র শুরুটা অসাধারণ হয়েছে। প্রথম দিনের সংগ্রহ খুব সহজেই ২৫ কোটি টাকা ছাড়িয়ে যাওয়া উচিত , যা এমন একটি সময়ে ঐতিহাসিক ব্যাপার, যেখানে মহারাষ্ট্র, গোয়া, বিহার , ঝাড়খণ্ড ও হরিয়ানায় সিনেমা হলে এখনও ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি রয়েছে। 


নহাটা আরও বলেছেন, মানুষের মনে একটা বন্ধ পরিবেশে তিন ঘণ্টার মতো সময় কাটানোর ব্যাপারে মানুষের মনে এখনও একটা আতঙ্ক রয়েছে। এখনকার ২৫-৩০ কোটি টাকার ব্যবসা প্রাক করোনা পর্বের স্বাভাবিক সময়ে ৪০ কোটি টাকার মতো। সূর্যবংশী প্রথম দিনে যা সাফল্য পেয়েছে, তা সমগ্র ফিল্ম ইন্ডাস্ট্রির মুখেই হাসি ফোটাবে। 


অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফের পাশাপাশি এই সিনেমায় রয়েছেন জ্যাকি শ্রফ, গুলসন গ্রোভার, অভিমন্যূ সিংহ, সিকান্দার খের, নিকিতিন ধীর, জাভেদ জাফেরি। অজয় দেবগন ও রণবীর সিংহওর রয়েছে ক্যামিও অ্যাপিয়ারেন্স।