নয়াদিল্লি: ২০২১ সালের অন্যতম বহু প্রতীক্ষিত ছবি অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'সূর্যবংশী'। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ৫ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। রোহিত শেট্টি পরিচালিত ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁর দুই বিখ্যাত চরিত্র 'সিংঘম' (অজয় দেবগন) ও 'সিম্বা' (রণবীর সিংহ)-কে। 


ছবি মুক্তির প্রাক্কালে জোরকদমে প্রোমোশনে ব্যস্ত রোহিত শেট্টি, অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী যেখানে দেখা যাচ্ছে প্রোমোশনের ফাঁকে খানিক হাল্কা মেজাজে রয়েছেন অক্ষয় ও রোহিত।


 






ভিডিওয় দেখা যাচ্ছে রোহিত শেট্টির কোলে শুয়ে বিশ্রাম নিচ্ছেন 'খিলাড়ি' কুমার। যেই না তাঁদের নজর পড়েছে যে এই 'ফান টাইম' ক্যামেরাবন্দি করছেন অভিনেত্রী, ওমনি ছুটে পালাতে যান তাঁরা। পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েও যান অক্ষয় কুমার। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'একসঙ্গে প্রোমোশনের প্রথম দিনেই ছেলেদের উৎসাহ দেখুন শুধু।'


পোস্টে মজার কমেন্টও করেন অভিনেতা অক্ষয় কুমার। তিনি লেখেন, 'সূর্যবংশীর জন্য প্রায় দেড় বছর ধরে অপেক্ষা করছি, শান্তির কয়েক মুহূর্ত তো চাই। কিন্তু তোমার মতো প্র্যাঙ্কস্টারেরা নিশ্চিতভাবে সমস্যাই চায়। কোনও ব্যাপার নয়।'