কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার নতুন করে অবনতি হয়নি। চোখ মেলছেন, দেওয়া হয়েছে রক্ত। বর্ষীয়ান অভিনেতার দ্বিতীয়বার ডায়ালিসিস হয় বৃহস্পতিবার। বেলভিউ সূত্রে খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ক্রিয়েটিনিন, ইউরিয়া, রক্তচাপ নিয়ন্ত্রিত আছে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম, দুই ইউনিট রক্ত দেওয়া হয়েছে। সৌমিত্রবাবুর স্নায়ুর সমস্যার সামান্য উন্নতি হয়েছে। একাধিকবার চোখ মেলছেন। চিকিৎসকদের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করছেন। আপাতত ওষুধে সাড়া দিচ্ছেন তিনি। সব মিলিয়ে, গতকালের থেকে আজ সামান্য উন্নতি হয়েছে তাঁর, খবর বেলভিউ সূত্রে।


গতকাল ডায়ালিসিসের পর নিয়ন্ত্রণে এসেছে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা। সকালের খবর ছিল, ফের তাঁর ডায়ালিসিস হবে কি না, হলে কখন হবে, তা সমস্ত রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। কথা বলা হবে কিডনি বিশেষজ্ঞদের সঙ্গেও। ফুসফুস ও শরীরে নতুন করে সংক্রমণ বেড়েছে কিনা তা আজ দেখবেন চিকিৎসকরা। বেলভিউ সূত্রে খবর, ভেন্টিলেশন সাপোর্টেই আছেন প্রবীণ অভিনেতা। সমস্ত চিকিৎসা পদ্ধতি ও ওষুধে কাজ হচ্ছে কিনা তা নিয়মিত খতিয়ে দেখছেন চিকিৎসকরা।