কলকাতা: প্রকাশ্যে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)-র নতুন ছবি মুক্তির দিন। আগামীতে '১০ জুন' ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। তাঁর বিপরীতে দেখা যাবে সৌরভ দাস (Sourav Das)-কে। এবার প্রকাশ্যে এল সেই ছবি মুক্তির দিন। আগামী ২১ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে '১০ জুন'। আর এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রূপক চক্রবর্তী। ছোটপর্দার 'মিঠাই'-কে ফের একবার দেখা যাবে বড়পর্দায়। এর আগে 'প্রধান' ছবিতে অভিনয় করেছিলেন সৌমিতৃষা। ইতিমধ্যেই তিনি একটি সিরিজেও অভিনয় করে ফেলেছেন। সিরিজের নাম 'কালরাত্রি'। আর এবার, ফের একবার বড়পর্দায় দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। 


তবে এই গল্প প্রেমের নয়। পরিচালক রূপক চক্রবর্তী একটু অন্য ধারায় হেঁটেছেন এই ছবির গল্পে। ছবিটির নাম '১০ই জুন'। ছবিতে সৌমিতৃষার চরিত্রের নাম মিতালি। গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন যে, মিতালি বাড়িতে একা রয়েছে এমন একটা সময় হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে এক বন্ধুকধারী। সে মিতালিকে বলে সে একটা খুন করেছে আর তার আশ্রয় চাই। এই চরিত্রেই দেখা যাবে সৌরভ দাসকে। মিতালি সেই খুনিকে আশ্রয় দিলেও, তাকে নানারকম প্রশ্ন করতে শুরু করে। কেন সে এই খুন করল, তা জানতে চায় সে। এমনই সন্দেহ আর বিশ্বাসের এক অদ্ভুত সমীকরণের গল্প এটি।


" সান ভেঞ্চার" এর ব্যানারে সানি খান ও অনুপ সাহা এর প্রযোজনাতে এই ছবি মুক্তি পাবে। কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী, মৌসুমি দাস ও অন্যান্যরা। কলকাতা ও উত্তরভারতে শ্যুটিং হয়েছে ছবিটির। সদ্য মুক্তি পেয়েছে, সৌমিতৃষার অভিনীত প্রথম ওয়েব সিরিজ 'কালরাত্রি'। 'হইচই'-তে মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজ। সিরিজে সৌমিতৃষার চরিত্রের নাম 'দেবী'। গল্পের শুরু হয় দেবীর বিয়ে দিয়ে। কিন্তু বিয়ের পরেই বদলে যায় তার জীবন। খুন হয়ে যায় তার স্বামী। তারপরে কী হবে সেই গল্পে? সেটা দেখা জন্য নজর রাখতে হবে ওয়েব সিরিজেই। সামনে আরও একাধিক কাজ রয়েছে সৌমিতৃষার হাতে। তবে এবার নিজেকে আবিষ্কার করতে চাইছেন তিনি। সেই কারণেই বিভিন্ন স্বাদের ছবিতে অভিনয় করতে চান সৌমিতৃষা।


মুক্তির পর এই ছবিটি কেমন প্রতিক্রিয়া পায় এখন সেদিকেই নজর রয়েছে সকলের।


আরও পড়ুন: Tota Roychowdhury: 'কোনও ক্য়ামিও করে এতটা প্রাপ্তি হয়নি', ফের বলিউডে টোটা, এবার কোন চরিত্রে?