সন্দীপ সরকার, কলকাতা: হরভজন সিংহের মতো কিংবদন্তি বলছেন, ভারতীয় শিবিরের এমন ছবি এর আগে একবারই দেখা গিয়েছিল। গ্রেগ চ্যাপেল জমানায়। গুরু গ্রেগের আমলে ভারতীয় শিবিরে ড্রেসিংরুমের অসন্তোষ বারবার শিরোনামে উঠে আসত। অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার বিপর্যয়ের পর ভারতীয় শিবিরের অস্থিরতার সঙ্গে যে আমলের মিল খুঁজে পাচ্ছেন ভাজ্জির মতো অনেকেই।


আর সেই পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নামছে ভারত। পাঁচ ম্যাচের প্রথমটি বুধবার ইডেন গার্ডেন্সে। যার ২ দিন আগে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম নিয়ে বড় বার্তা দিয়ে গেলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার।


সোমবার দুপুরে ইডেনে অনুশীলনে নামার আগে অক্ষর পটেল বললেন, একে অন্যের ওপর বিশ্বাস রাখতে হবে। সেটাই সাফল্যের মূল মন্ত্র। টি-২০ সিরিজে ভারতীয় দলের সহ অধিনায়ক বললেন, 'একদিন হল শিবিরে যোগ দিয়েছি। লিডারশিপ গ্রুপের সঙ্গে কথা হয়েছে। আমাদের টি-২০ দল তৈরি। ছোট ছোট বিষয়ে কথা হয়েছে। সূর্যর সঙ্গেও কথা হয়েছে। সহ অধিনায়ক মানে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ম্যাচে কোনও তথ্য দরকার হলে আদান প্রদান করবে। তবে ম্যাচ জিততে দলের প্রত্যেককে একে অপরের সঙ্গে থাকতে হবে। একে অপরকে বিশ্বাস করতে হবে।'


প্রায় ১৪ মাস পর ভারতীয় দলে ফিরেছেন মহম্মদ শামি। যা নিয়ে ইতিবাচক অক্ষর। বললেন, 'শামির ফিরে আসাটা খুব ইতিবাচক। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে শেষবার খেলেছিল।– সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারেতেও খুব ভাল খেলেছে। সবাই জানে নতুন বলে হোক বা ডেথ ওভারে ও কী করতে পারে। নতুন বলে ওর পারফর্ম্যান্স স্পিনারদের চাপ কমিয়ে দেয়।'


তিনি নিজে টি-২০-র পাশাপাশি ওয়ান ডে ও টেস্টও খেলেছেন। কিন্তু নিয়মিত সদস্য হয়ে উঠতে পারেননি। এ নিয়ে কোনও মানসিক চাপ থাকে? অক্ষর বলছেন, 'আমি তিন ফর্ম্যাটেই খেলেছি। তবে কখন সুযোগ পেলাম আর কখন পেলাম না সেসব নিয়ে ভাবি না। কাউকে কিছু প্রমাণ করার নেই। যখন সুযোগ পাব, নিজের সেরাটা দেব। দলে থাকলে কীভাবে অবদান রাখতে পারব, সেটা নিয়েই ভাবি। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে দলে না থাকা নিয়ে কিছু ভাবি না। সন্ধিক্ষণ চলছে দলের। ক্যাপ্টেন ও নির্বাচক যা বলবেন, তাই হবে। নিজেকে আরও উন্নত করাই লক্ষ্য।'


আরও পড়ুন: ভারতের টি-২০ দলে নেই, তবু কেন কলকাতায় ঋষভ পন্থ? আইপিএলে বড় চমক!