কলকাতা: দীর্ঘদিনই পর্দা থেকে দূরে তিনি। একটা সময়ে ছোটপর্দায় ঝড় তুলেছিলেন তিনি। ধারাবাহিক 'মিঠাই'-এর নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। 'মিঠাই' অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। এরপরে বড়পর্দাতেও পা রেখেছিলেন সৌমিতৃষা। দেবের (Dev) বিপরীতে 'প্রধান' সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এরপরে ওয়েব সিরিজেও পা রেখেছিলেন সৌমিতৃষা। 'হইচই' (Hoichoi)-এর 'কালরাত্রি' ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করেছেন তিনি। কিন্তু এর পরেই দীর্ঘদিন আর পর্দায় দেখা যাচ্ছে না তাঁকে। ছোটপর্দা হোক বা বড়পর্দা, ওয়েব সিরিজ, সব জায়গা থেকেই যেন বেমালুম গায়েব সৌমিতৃষা! কী হয়েছে অভিনেত্রীর? 

Continues below advertisement

খোঁজ নিয়ে জানা গেল, গত কয়েক মাস থেকেই নাকি শরীর ভাল নেই সৌমিতৃষার। ভুগছেন বিভিন্ন রকম সমস্যায়। বারে বারেই অসুস্থ হয়ে পড়ছেন তিনি। সেই কারণেই আপাতত তিনি বাড়িতেই বিশ্রামে রয়েছেন। সিনেমা বা সিরিজের শ্যুটিং মানেই শরীরের ওপর অনেকটা চাপ পড়ে যায়। টানা ঘণ্টার পর ঘণ্টা শ্যুটিং বেশ কিছুদিন ধরেই করতে পারছিলেন না সৌমিতৃষা। সেই কারণেই তিনি সাময়িক বিরতি নিয়েছিলেন। তবে ফের কাজে ফিরছেন তিনি। 

'হইচই'-এর 'কালরাত্রি' ওয়েব সিরিজটি দর্শকদের ভীষণ পছন্দ হয়েছিল। তবে সেই সিরিজে রহস্যের সমাধান হয়নি। রহস্য রয়ে গিয়েছিল অমিমাংসিতই। এবার সেই রহস্যের সমাধান হবে। আসছে 'কালরাত্রি ২'। আর সেই সিরিজে মুখ্যভূমিকায় দেখা যাবে সৌমিতৃষাকে। খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু হবে এই সিরিজের। তবে কেবল 'কালরাত্রি ২' নয়, এবার 'ইন্দু' ওয়েব সিরিজের শেষ অধ্যায়েরও দেখা মিলবে। বেশ কয়েক বছর ধরেই দর্শক অপেক্ষা করে রয়েছেন 'ইন্দু'-র রহস্য সমাধানের জন্য। সেই রহস্যেরও উন্মোচন হবে এবার।

Continues below advertisement

অন্যদিকে, আসছে নতুন ওয়েব সিরিজ, নিশির ডাক। নতুন এই সিরিজের পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। মুখ্যভূমিকায় দেখা যাবে, সৃজা দত্ত ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে। একজন ভুলে যাওয়া সঙ্গীতশিল্পীকে নিয়ে রিসার্চ করতে করতে ৬ বন্ধু পৌঁছায় নিস্তদ্ধ একটা শহরে। তারপরে? ভৌতিক আবহমিশ্রিত এই গল্প শেষ পর্যন্ত টেনে রাখবে দর্শকদের। এছাড়াও আসছে নতুন ওয়েব সিরিজ, 'অনুসন্ধান'। নতুন এই সিরিজের পরিচালক অদিতি রায়। এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর সাহেব চট্টোপাধ্যায়কে। এই গল্পের শুরু এক অদ্ভুত মোড়ে। জেলের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এক নারী কয়েদি। কিন্তু কীভাবে? সেই জেলে তো কোনও পুরুষের প্রবেশ নিষেধ! এই ঘটনার অনুসন্ধানে নামে এক সাংবাদিক। তারপরে? সেই উত্তর জানা যাবে ওয়েব সিরিজে।