কলকাতা: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। বাঙালির প্রিয় 'মিঠাই' (Mithai)। তবে এখন তাঁর কাঁধে গুরু দায়িত্ব। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে পা রাখতে চলেছেন বড়পর্দায়। শুধু কি তাই? প্রথম ছবিতেই তাঁকে দেখা যাবে তারকা অভিনেতা দেবের (Dev) বিপরীতে। কাজ চলছে 'প্রধান' (Pradhan) ছবির। তারই প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। পোস্ট করলেন ছবি। 


'প্রধান' প্রস্তুতি সৌমিতৃষার


তিনি এখন আলোচনার কেন্দ্রে। দেবের 'প্রধান' হয়ে বড়পর্দায় পা রাখতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু। জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'য়ের কাজ শেষ হতেই লেগে পড়েছেন প্রথম ছবির কাজে। 


রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন সৌমিতৃষা। গোলাপী টিশার্ট, বেইজ রঙা প্যান্ট। প্রথম ছবি দেখে মনে হচ্ছে তিনি মেকআপের জন্য বসেছেন। পরের ছবিতে বসে রয়েছেন সোফায়। ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ত্যাগ খানিকটা বিনিয়োগের মতো! প্রস্তুতি নিচ্ছি 'প্রধান' ছবি জন্য।'


 



জুলাইয়ের মাঝামাঝি দেবও 'প্রধান প্রায়োরিটি'র ছবি পোস্ট করেন। একের পর এক ছবির কাজে ব্যস্ত অভিনেতা দেব। চলতি সপ্তাহেই, ১১ অগাস্ট মুক্তি পাবে বিরসা দাশগুপ্ত পরিচালিত দেব অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। শেষ করেছেন 'বাঘা যতীন' ছবির কাজও। এখন তিনিও মন দিয়েছেন 'প্রধান' ছবির কাজে। 


কিছুদিন আগে পোস্ট করেন 'প্রধান' ছবির জন্য প্রস্তুতি নেওয়ার। বিভিন্ন ছবির নানা ধরনের চরিত্র। বিভিন্ন চরিত্রের জন্য মানানসই চেহারা, চুল ইত্যাদি বদলে থাকেন তারকারা। এক্ষেত্রেও খানিক তাইই। যে ছবি পোস্ট করেন দেব, সেখানে দেখা যাচ্ছে একটি বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে রয়েছে। পিঠের ওপর একগুচ্ছ ঢাকনার মতো বস্তু। ক্যাপশনে কিছু উল্লেখ না করলেও দেখে মনে হয় 'কাপিং থেরাপি' করাচ্ছিলেন অভিনেতা। যদিও নিজে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। এই থেরাপি সাধারণত শরীরকে রিল্যাক্স করতে, প্রদাহ কমাতে, শরীরের টক্সিন বের করতে, রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে ব্যবহার করা হয়। 


আরও পড়ুন: Box Office Collection: সানির 'গদর ২' ও রজনীকান্তের 'জেলার' সহজেই ছাপিয়ে যাবে 'রকি অউর রানি'র আয়ের অঙ্ক, মত অ্যানালিস্টদের


আপাতত বাংলা ছবির দর্শক অপেক্ষায় পর্দায় দেব ও সৌমিতৃষা জুটিকে দেখার। ছোটপর্দায় সকলের প্রিয় 'মিঠাই' কি বড়পর্দায় মন জয় করতে পারবে দর্শকের? উত্তর দেবে সময়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial