কলকাতা: ২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। আর ২০২৫ সালে কোলে এল সন্তান। বাবা হলেন 'সা রে গা মা পা' খ্যাত সৌম্য চক্রবর্তী (Soumya Chakrabortty)। কোলে এস কন্যাসন্তান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সৌম্য জানিয়েছিলেন, বাবা হতে চলেছেন তিনি। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় সৌম্য জানান, তাঁদের কোল আলো করে মা সরস্বতী এসেছে। সোশ্যাল মিডিয়ায় সৌম্য এই খবর শেয়ার করে নিতেই শুভেচ্ছার ঢল। সুস্থ আছেন সৌম্যর স্ত্রী রীতিকা চক্রবর্তী।
দুর্নিবার সাহা (Durnibar Saha)-কে সারেগামাপা-র মঞ্চে হারিয়ে সেরার শিরোপা জিতে নিয়েছিলেন সৌম্য। তবে তিনি বর্তমানে প্রচারের আলো থেকে একটু দূরেই। তবে সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের ছোট ছোট আপডেট শেয়ার করে নেন সঙ্গীতশিল্পী। 'সা রে গা মা পা' শেষ হওয়ার পরে রূপসার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সৌম্য। তাঁদের এক সন্তান ও ছিল। কিন্তু কয়েক বছর কাটতে না কাটতেই তাঁদের বৈবাহিক সম্পর্কে সমস্যা দেখা যায়। ভেঙে যায় তাঁদের বিয়ে। সন্তানকে নিয়ে আলাদা হয়ে যান রূপসা। তারপর থেকে বাবা মায়ের সঙ্গেই থাকতেন সৌম্য। এরপরেই সৌম্যর আলাপ রীতিকার সঙ্গে। বেশ কিছুদিন চলেছিল তাঁদের প্রেমপর্ব। এরপরে ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
সোশ্যাল মিডিয়ায় একটি গিবলি আর্ট শেয়ার করে প্রথম স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন সৌম্য। সেই সময়েই সোশ্যাল মিডিয়ায় সবাই শুভেচ্ছা জানিয়েছিল তাঁদের। কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে বাবা মা হয়েছেন সৌম্য। ইতিমধ্যেই বাড়ি চলে এসেছেন স্ত্রী রীতিকা ও একরত্তি। এরপরে সৌম্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছিলেন, তাঁরা মেয়ের নাম দেবেন ভেবেছেন সৌরীকা। ডাক নাম দেবেন আহিরী দেবেন বলে ঠিক করেছেন।
একরত্তির একটি ছবিও শেয়ার করে নিয়েছেন সৌম্য। সেখানে দেখা যাচ্ছে, তাঁর হাত রাখা, তার হাতের ওপর স্ত্রীর হাত রাখা, তার ওপর রাখা একরত্তির হাত। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে সৌম্য লিখেছেন, 'ভরসা শান্তি স্বপ্ন'। ট্যাগ করেনে স্ত্রী রীতিকাকেও। আপাতত পরিবারে নতুন সদস্য আসার আনন্দে ভাসছেন সৌম্য ও রীতিকা। একটা সময়ে জীবনের অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সৌম্য। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পরে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। তবে এখন জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন সৌম্য।