কলকাতা: অভিনয় দিয়ে শুরু, তারপরে পরিচালনা.. বিভিন্ন ক্ষেত্রেই বারে বারে নিজেকে প্রমাণ করেছেন তিনি। দর্শকদের মন জয় করেছেন। আর এবার, দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরছেন সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। স্টার জলসার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন তিনি। এই বিষয়ে অভিনেতা নিজে কিছু না জানালেও ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে, সিরিজ আর পরিচালনা থেকে একটু বিরতি নিতে চান সৌরভ। সেই কারণেই এই সিদ্ধান্ত।
শোনা যাচ্ছে, স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'। সেই ধারাবাহিকেরই মুখ্যভূমিকায় দেখা যেতে চলেছে সৌরভকে। তাঁর বিপরীতে দেখা যাওয়ার কথা শুভস্মিতা মুখোপাধ্যায়কে। ছোটপর্দায় এই জুটি এর আগে দেখা যায়নি। শোনা যাচ্ছে, 'লক্ষ্মী ঝাঁপি'-র হাত ধরেই প্রথমবার ছোটপর্দায় জুটি হিসেবে দেখা যাবে সৌরভ আর শুভস্মিতাকে। তবে এই ধারাবাহিকে আর কাকে কাকে দেখা যাবে, সেই খবর এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি।
ধারাবাহিক দিয়েই সৌরভের কাজের শুরু। এবার শ্রীজিৎ রায় ও সৌভিক চক্রবর্তীর প্রযোজনা সংস্থা নিয়ে আসছে একটি নতুন ধারাবাহিক। সেখানেই দেখা যাবে সৌরভকে। ছোটপর্দা থেকে ওয়েব সিরিজ, পরিচালনা থেকে প্রযোজনা, প্রত্যেক মাধ্যমেই কাজ করতে চেয়েছেন সৌরভ। বিভিন্ন সাক্ষাৎকারে সবসময়েই এই কথা জানিয়েছেন তিনি। সৌরভ বিশ্বাস করেন, ধারাবাহিক হল এমন একাট মাধ্যম, যেখানে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়া যায়। আর এবার, নতুন ধারাবাহিকে, নতুন চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে।
এর আগে, 'আবার রাজনীতি' আর 'কেমিষ্ট্রি মাসি'-র মতো সফল ওয়েব সিরিজ পরিচালনা করেছে সৌরভ। জনপ্রিয়তাও পেয়েছে এই ওয়েব সিরিজগুলি। পাশাপাশি একাধিক ওয়েব সিরিজে সফলভাবে অভিনয় ও করেছেন সৌরভ। এবার শুভস্মিতার সঙ্গে সৌরভের জুটি কেমন মানাবে, সেটাই দেখার। এর আগে, 'হরগৌরী পাইস হোটেল'-এ মুখ্যভূমিকায় অভিনয় করেছেন শুভস্মিতা। ঐশানীর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের ভালবাসা পেয়েছিলেন। এবার সৌরভের সঙ্গে তাঁর জুটি কেমন মানায়, সেটাই দেখার। যদিও এখনও ধারাবাহিকের খবরে সিলমোহর দেননি নায়ক বা নায়িকা কেউই। মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। তবে সৌরভ আর শুভস্মিতা, দুজনেরই ছোটপর্দায় যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে দর্শকেরা তাঁদের একসঙ্গে দেখার জন্য যে পর্দায় মুখিয়ে থাকবেন, এ আর নতুন কথা কি..